‘লা‘নত’
(‘লা‘নত’ অর্থ ‘রহমত’ বা ‘দয়া’ থেকে দূর করে দেওয়া। আর উহার বাংলা প্রতি শব্দ হলো ‘অভিশাপ’। কাউকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য তার উপর বদ দু‘আ করাকে এক কথায় ‘লা‘নত’ বলা হয়। আর এ কারণেই অহেতুক কারোর উপর লা‘নত করা মারাত্মক অপরাধ ও হারাম)।
অনেকেই রাগের সময় জিহ্বাকে সংযত রাখতে পারে না। ফলে রাগান্বিত অবস্থায় অনেকেই সামান্য কারণেই অন্যের প্রতি লা‘নত করে বসে। তাদের লা‘নতের কোন ঠিক-ঠিকানা বা আগা-মাথা নেই। মানুষ, পশু, জড় পদার্থ, দিন ও সময় এমনকি নিজের সন্তান-সন্ততিকেও তারা লা‘নত করে বসে। অনেক সময় দেখা যায় স্বামী তার নিজ স্ত্রীকে লা‘নত করে, আবার স্ত্রীও স্বামীকে লা‘নত করে। এটা একটা বড় ধরনের অন্যায় আর বড় ধরনের বদ অভ্যাস। এই লা‘নতের ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম) বলেছেন,وَمَنْ لَعَنَ مُؤْمِنًافَهُوَكَقَتْلِهِ" "
অর্থঃ “যে ব্যক্তি কোন মু‘মিনকে লা‘নত করল, সে যেন তার প্রতি হত্যার ন্যায় কোন কাজ করে বসল” (বুখারী, ফাতহুল বারী ১০/৪৬৫)।
সাধারণতঃ মহিলাদেরকে বেশী বেশী লা‘নত করতে দেখা যায়। এ জন্যে নাবী কারীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মহিলাদের জাহান্নামী হওয়ার বিভিন্ন কারণের মধ্যে এটাকে একটা অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন। এছাড়া লা‘নতকারীরা ক্বিয়ামত দিবসে অন্য কারো জন্যে সুপারিশকারী হ'তে পারবে না। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার এই যে, যদি কেউ কারোর উপর অন্যায়ভাবে লা‘নত করে তাহলে সেই লা‘নত লা‘নতকারীর উপর ফিরে আসে। তাতে লা‘নতকারী মূলতঃ নিজেকেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য প্রার্থনাকারী হয়ে দাড়াল। অতএব ইসলামী শরী‘আত যে সমস্ত ক্ষেত্রে এই ঘৃণিত লা‘নত করার সুযোগ দিয়েছে শুধুমাত্র সেই সমস্ত ক্ষেত্র ছাড়া অন্য কোন অবস্থাতেই কারোর প্রতি এই লা‘নত করা মোটেই জায়েয নয়।
(‘লা‘নত’ অর্থ ‘রহমত’ বা ‘দয়া’ থেকে দূর করে দেওয়া। আর উহার বাংলা প্রতি শব্দ হলো ‘অভিশাপ’। কাউকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য তার উপর বদ দু‘আ করাকে এক কথায় ‘লা‘নত’ বলা হয়। আর এ কারণেই অহেতুক কারোর উপর লা‘নত করা মারাত্মক অপরাধ ও হারাম)।
অনেকেই রাগের সময় জিহ্বাকে সংযত রাখতে পারে না। ফলে রাগান্বিত অবস্থায় অনেকেই সামান্য কারণেই অন্যের প্রতি লা‘নত করে বসে। তাদের লা‘নতের কোন ঠিক-ঠিকানা বা আগা-মাথা নেই। মানুষ, পশু, জড় পদার্থ, দিন ও সময় এমনকি নিজের সন্তান-সন্ততিকেও তারা লা‘নত করে বসে। অনেক সময় দেখা যায় স্বামী তার নিজ স্ত্রীকে লা‘নত করে, আবার স্ত্রীও স্বামীকে লা‘নত করে। এটা একটা বড় ধরনের অন্যায় আর বড় ধরনের বদ অভ্যাস। এই লা‘নতের ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম) বলেছেন,وَمَنْ لَعَنَ مُؤْمِنًافَهُوَكَقَتْلِهِ" "
অর্থঃ “যে ব্যক্তি কোন মু‘মিনকে লা‘নত করল, সে যেন তার প্রতি হত্যার ন্যায় কোন কাজ করে বসল” (বুখারী, ফাতহুল বারী ১০/৪৬৫)।
সাধারণতঃ মহিলাদেরকে বেশী বেশী লা‘নত করতে দেখা যায়। এ জন্যে নাবী কারীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মহিলাদের জাহান্নামী হওয়ার বিভিন্ন কারণের মধ্যে এটাকে একটা অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন। এছাড়া লা‘নতকারীরা ক্বিয়ামত দিবসে অন্য কারো জন্যে সুপারিশকারী হ'তে পারবে না। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার এই যে, যদি কেউ কারোর উপর অন্যায়ভাবে লা‘নত করে তাহলে সেই লা‘নত লা‘নতকারীর উপর ফিরে আসে। তাতে লা‘নতকারী মূলতঃ নিজেকেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য প্রার্থনাকারী হয়ে দাড়াল। অতএব ইসলামী শরী‘আত যে সমস্ত ক্ষেত্রে এই ঘৃণিত লা‘নত করার সুযোগ দিয়েছে শুধুমাত্র সেই সমস্ত ক্ষেত্র ছাড়া অন্য কোন অবস্থাতেই কারোর প্রতি এই লা‘নত করা মোটেই জায়েয নয়।
No comments:
Post a Comment