Saturday, June 20, 2015

আহমাদ , মিশকাত হা/৬১


মু'আজ ইবনে জাবাল রাঃ বলেন,

রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ১০টি বিষয়ে উপদেশ দিয়েছেনঃ
১-আল্লাহ্‌র সাথে কাউকে শরীক করবেনা।যদিও তোমাকে হত্যা করা হয় বা জ্বালিয়ে দেয়া হয়।
২-তুমি তোমার পিতা-মাতার অভাদ্ধ হবেনা হবে না, যদি তাঁরা তোমাকে তোমার পরিবার পরিজন তোমার মালমাত্তা ছেড়ে চলে যেতে বলে।
৩-ইচ্ছা করে কখনও ফরয সালাত ত্যাগ করবেনা।কেননা যে ইচ্ছা করে ফরয সালাত ত্যাগ করে তার (হেফাজতের) ক্ষেত্রে আল্লাহ্‌র প্রদত্ত দায়িত্ব উঠে যাবে।(এখন তাকে কাফেরের ন্যায় হত্যা করা হতে পারে)
৪-কখনও শরাব পান করবেনা। কেননা তা সমস্ত অশ্লিনতার মূল।
৫-সাবধান! (সর্বদা) গুনাহ হতে বেঁচে থাকবে! কেননা গুনাহগার দ্ধারা আল্লাহ্‌র ক্রোধ পৌঁছে থাকে।
৬-খবরদার ! জিহাদ হতে পলায়ন করবেনা। যদিও সকল লোক ধংস হয়ে যায়।
৭-জখন লোকের মধ্যে মহামারী দেখা দিবে আর তুমি সেখানে থাকবে, তখন তথায় অবস্থান করবে (পলায়ন করবেনা)।
৮-তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবার এর জন্য বেয় করবে (কার্পণ্য করে তাদের খাওয়ায় কষ্ট দিবেনা)
৯-তাদের (পরিবারের লোকদের) আদব-কায়দা শিক্ষা দানের ব্যাপারে শাসন হতে কখনও বিরত থাকবেনা।
(আহমাদ , মিশকাত হা/৬১)

No comments:

Post a Comment