Tuesday, June 16, 2015

আল্লাহ্‌ ভীতিই মুসলমানের জন্য শেষ্ঠ পাথেয়।


আসুন আল্লাহ্‌কে ভয় করি। আল্লাহ্‌ ভীতিই মুসলমানের জন্য শেষ্ঠ পাথেয়।
আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, "আল্লাহ্‌ ভীতিই মানুষের সর্বশ্রেষ্ঠ পাথেয়। অতএব হে বুদ্ধিমান মানুষেরা তোমরা আমাকেই ভয় করো" (সূরা বাক্বারাঃ ১৯৭)
"আর আমাকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো" (সূরা বাক্বারাঃ ১৮৯)
আল্লাহ্‌ আপনাকে পৃথিবী এবং আখিরাতে সার্বিক কল্যাণ দান করুন। আমীন

No comments:

Post a Comment