ইবনে ওমর (রাঃ) বলেনঃ
' রাসুল সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন, (যাহাবাজ যামাউ,ওয়াবতাল্লাতিল উরুকু,ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ) (অর্থঃ তৃষ্ণা দূর হল,শিরা উপশিরা সিক্ত হল এবং আল্লাহ্ চান তো সউয়াব নির্ধারিত হল।' (হাদিসঃ আবু দাঊদ, মেশকাত হা/ ১৯৯৩)
:::আমাদের সমাজের যেই প্রচলিত দুয়া করা হয় সেগুলা সহিহ নয়। বরং ইফাতার শুরুতে বলতে হবে 'বিসমিল্লাহ্' এবং পানি বা খেজুর খাবার পরে বলতে হবে উপরে বর্ণিত দুয়া। এটাই রাসুল সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাত। শেয়ার করে আপনার ভাইবোনদের দুয়াটি শিক্ষার সুযোগ করে দিন।
No comments:
Post a Comment