Saturday, June 20, 2015

সাহূর খাওয়া

সাহূর খাওয়াঃ
========
সাহূর খাওয়া সুন্নাত- ওয়াজিব বা ফরয নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً
তোমরা সাহূর খাও, কারণ সাহূরে আছে বরকত। (বুখারী, মুসলিম)
অন্য হাদীছে বলা হয়েছে,
فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَرِ
আমাদের ও আহলুল কিতাব (ইহুদী-খ্রিষ্টান)দের সিয়ামের মাঝে পার্থক্য হলো সহুর খাওয়া। অর্থাৎ তারা সাহূর না খেয়ে সিয়াম পালন করে আর আমরা সাহুর খেয়ে সিয়াম পালন করি। (মুসলিম হাদীছ নং ১০৯৬, তিরমিযী হাদীছ নং ৭০৮)
তাই কোন কারণে কেউ সাহূর খেতে না পারলেও তাকে রোযা রাখতে হবে। খেতে না পারার ওযুহাতে রোযা বাদ দেয়া যাবে না।
(সংগ্রহঃ শাইখ আবদুল্লাহ আল কাফি)

No comments:

Post a Comment