༺★༻ আযান দেওয়ার সুন্নত গুলো ༺★༻।
►১. পাক-পবিত্র অবস্থায় আযান দেয়া।
(মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাঃ নং ১৭৯৯)
►২. কিবলামুখী হয়ে আযান দেয়া এবং উভয় পায়ের মাঝে চার আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে কিবলামুখী করে রাখা।
(আবু দাউদ, হাঃ নং ৫০৭/ মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাঃ নং ১৮০২)
►৩. ক. প্রথম দুই তাকবীর এক শ্বাসে একত্রে বলে থামা।
►খ. অতঃপর দুই তাকবীর এক শ্বাসে একত্রে বলে থামা।
►বি.দ্র. উল্লেখিত তাকবীরসমূহের প্রত্যেকটির শেষে সাকিন করা, অর্থাত ‘আল্লাহু আকবারুল্লাহু আকবার’ এভাবে না বলা।
(মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাঃ নং ২৩৭৭)
►গ. অতঃপর মাঝের বাক্যগুলির মধ্য হতে এক একটি বাক্য এক শ্বাসে বলা এবং প্রত্যেক বাক্যের শেষে সাকিন করা ও থামা।
(মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাঃ নং ২৩৭৭)
►ঘ. শেষের দুই তাকবীর এক শ্বাসে একত্রে বলে থামা ও উভয় তাকবীরের শেষে সাকিন করা।
►ঙ. সর্বশেষে লা-ইলা-হা-ইল্লাল্লাহ বলে আযান শেষ করা।
(নাসায়ী, হাঃ নং ৬৫২)
উল্লেখ্য, এক এক বাক্য বলে থামার পর এ পরিমাণ বিরতি দেয়া, যাতে পঠিত বাক্যটি একবার পড়া যায়; অর্থাত শ্রোতাগণ যেন উক্ত সময়ে আযানের জওয়াব দিতে পারেন।
(মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাঃ নং ২২৩৪)
►৪. ডান দিকে চেহারা ফিরানোর পর ‘হাইয়া আলাসসালাহ’ বলা এবং বাম দিকে চেহারা ফিরানোর পর ‘হাইয়া আলাল ফালাহ্’ বলা। কিন্তু বুক ও পা কিবলার দিক থেকে ফিরাবে না।
(বুখারী শরীফ, হাঃ নং ৬৩৪)
►৫. মহল্লার প্রথম আযান শ্রবণের সাথে সাথে আযান শেষ হওয়া পর্যন্ত শ্রোতাগণের তিলাওয়াত, যিকির, তাসবীহ ইত্যাদি বন্ধ করে দেয়া।
(মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাঃ নং ১৮৪৯)
►৬. আযানের জওয়াব দেয়া। অর্থাত মুআজ্জিনের আযানের বাক্য উচ্চারণের ফাঁকে ফাঁকে শ্রোতাগণের হুবহু আযানের শব্দগুলোই বলা। তবে ‘হাইয়া আলাসসালাহ’এবং‘হাইয়া আলাল ফালাহ্’ বলার পর জওয়াবে ‘লা -হাউলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ’ বলা। আর ফজরের আযানে ‘আসসালাতু খইরুম মিনান নাউম’ এর জওয়াবে ‘সদাক্বতা ওয়া বারারতা’ বলা।
(বুখারী শরীফ, হাঃ নং ৬১১-৬১৩/ মুসলিম হাঃ নং ৩৮৫)
►৭. আযান শেষে দরূদ শরীফ পড়া।
(মুসলিম, হাঃ নং ৩৮৪)
►৮. অতঃপর এই দু‘আ পড়া :
اللهم رب هذه الدعوة التامة والصلوة القائمة ات محمدن الوسيلة والفضيلة وابعثه مقاما محمود الذى وعدته انك لاتخلف الميعاد
আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ্দা'ওয়াতিত্তাম্মাতি ওয়াস্সালাতিল ক্বায়িমাহ্ আতি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাযীলাতা ওয়াব্'আস্হূ মাকামাম্মাহমুদানিল্লাযী ওয়া 'আত্তাহূ, ইন্নাকা লা তুখলিফুল মী'আদ।)
(বুখারী শরীফ, হাঃ নং ৬১৪, ৪৭১৯/ বাইহাকী হাঃ নং ১৯৩৩)
রাসুল (সাঃ) এর অনুসরনেই দুনিয়া ও আখিরাতে কামিয়াবি ==
No comments:
Post a Comment