Thursday, June 25, 2015

Chapter Festival Secrifice : :Bukhari :: Volume 7 :: Chapter 68 :: Hadith 473 / সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায় ৬৮ :: হাদিস ৪৭৩

Chapter Festival Secrifice : :
 Narrated Masruq:
that he came to `Aisha and said to her, "O Mother of the Believers! There is a man who sends a Hadi to Ka`ba and stays in his city and requests that his Hadi camel be garlanded while he remains in a state of Ihram from that day till the people finish their Ihram (after completing all the ceremonies of Hajj)" (What do you say about it?) Masruq added, I heard the clapping of her hands behind the curtain. She said, "I used to twist the garlands for the Hadi of Allah's Messenger (sallallahu 'alaihi wa sallam) and he used to send his Hadi to Ka`ba but he never used to regard as unlawful what was lawful for men to do with their wives till the people returned (from the Hajj).
Bukhari :: Volume 7 :: Chapter 68 :: Hadith 473
আহমাদ ইবন মুহাম্মদ (র) .... মাসরূক (র) থেকে বর্ণিত। তিনি আয়শা (রা) এর কাছে এসে তাঁকে জিজ্ঞাসা করলেন: হে উম্মুল মু’মিনীন! কোন ব্যক্তি যদি কাবার উদ্দেশ্যে হাদী (কুরবানীর পশু) পাঠিয়ে দেয় এবং নিজে আপন শহরে অবস্থান করে নির্দেশ দেয় যে, তার হাদীকে যেন মালা পরিয়ে নেওয়া হয়, তাহলে সে দিন থেকে রোকদের হালাল হওয়া পর্যন্ত কি সেই ব্যক্তির ইহরাম অবস্থায় থাকতে হবে? মাসরূক বলেন: তখন আমি পর্দার আড়াল থেকে তাঁর (আয়েশা (রা)) হাতের উপর হাত মারার আওয়াজ শুনলাম। তিনি বললেন: আমি রাসূলুল্লাহ (সা:) এর হাদীস (কুরবানীর পশু) গলার রশি পাকিয়ে পরিয়ে দিতাম। এরপর তিনি হাদীকে কা’বার উদ্দেশ্যে পাঠিয়ে দিতেন। তখন স্বামী-স্ত্রীর বৈধ কাজ, লোকেরা ফিরে আসা পর্যন্ত রাসূলুল্লাহ (সা:) এর উপর ইহা হারাম হতো না।
সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায় ৬৮ :: হাদিস ৪৭৩

No comments:

Post a Comment