পুরুষকে আল্লাহ তা‘আলা যে পুরুষত্ব দিয়ে সৃষ্টি করেছেন তাকে তা বজায় রাখা, এমনিভাবে নারীদেরকে যে নারীত্ব দিয়ে সৃষ্টি করেছেন তাকে তা ধরে রাখাই আল্লাহর বিধান। এটা এমনি এক ব্যবস্থা, যা না হ’লে মানব জীবন বিগড়ে যাবে। পুরুষদের নারীর বেশ ধারণ আর নারীদের পুরুষের বেশ ধারণ স্বভাব বিরুদ্ধ কাজ। এর ফলে অশান্তির দুয়ার খুলে যায় আর সমাজে ফিৎনা-ফাসাদ ও বেহায়াপনার বিস্তার ঘটে। ইসলামী শরী‘আতে এ জাতীয় কাজকে হারাম ঘোষণা করা হয়েছে। কোন ব্যক্তি যে আমল করার কারণে শারঈ দলীলে তাকে অভিশাপ দেওয়ার কথা বলা হয়েছে সেই দলীলই প্রমাণ করে যে, উক্ত কাজ হারাম ও কবীরা গুনাহর অন্তর্ভুক্ত। এ কাজের ভয়াবহতা সম্পর্কে আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে হাদীছ বর্ণিত হয়েছে,
"لَعَنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْمُتَشَبِّهِيْنَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ وَ الْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ"
(بخاري , فتح الباري ১০/৩৩২).
অর্থঃ “রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পুরুষদের মধ্যে নারীর বেশ ধারণকারীদেরকে অভিশাপ দিয়েছেন” (বুখারী, ফাতহুল বারী ১০/৩৩২)। ইবনু আব্বাস (রাঃ) হ’তে আরো বর্ণিত আছে,
"لَعَنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ اَلْمُخَنِّثِيْنَ مِنَ الرِّجَالِ وَ الْمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ"
(فتح الباري ১০/৩৩৩).
অর্থঃ “রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নারীদের বেশ ধারণকারী পুরুষদেরকে আর পুরুষদের বেশ ধারণকারী নারীদেরকে অভিশাপ দিয়েছেন” (বুখারী, ফাতহুল বারী ১০/৩৩৩). এই অনুকরণ উঠা-বসা, চলা-ফেরা, কথা-বার্তা ইত্যাদি বিভিন্ন বিষয়ে হয়ে থাকে। যেমন দৈহিকভাবে মেয়েলী বেশ ধারণ করা, কথাবার্তা ও চলাফেরায় মেয়েলীপনা অবলম্বন করা কিংবা পুরুষের বেশ ধারণ করা ইত্যাদি।
পোশাক ও অলংকার পরিধানেও অনুকরণ রয়েছে। সুতরাং পুরুষের জন্য গলার হার, হাতের চুড়ি, পায়ের মল, কানের দুল পরা চলবে না। অনুরূপভাবে মহিলারাও পুরুষদের জামা, পাজামা, প্যান্ট, শার্ট, পানজাবী পরতে পারবে না। এছাড়া নারীদের পোশাকের ডিজাইন পুরুষদের পোশাকের ডিজাইন থেকে অন্য রকম হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
"لَعَنَ اللهُ الرَّجُلَ يَلْبَسُ لِبْسَةَ الْمَرْأَةِ وَ الْمَرْأَةُ تَلْبَسُ لِبْسَةَ الرَّجُلِ"
(أبو داود ৪/৩৫৫, صحيح الجامع رقم الحديث ৫০৭১)
অর্থঃ “আল্লাহ তা‘আলার লা‘নত সেই পুরুষের উপর, যে মেয়েলী পোশাক পরিধান করে, এমনিভাবে আল্লাহ তা‘আলার লা‘নত সেই নারীর উপর, যে পুরুষের পোশাক পরিধান করে” (আবূ-দাঊদ ৪/৩৫৫, ছহীহুল জামে হাদীছ নং ৫০৭১)। অতএব নারী পুরুষ উভয়ের মধ্য হ'তে কারো জন্যে কোন রকম বেশ বা পোশাক পরিচ্ছদ পরিবর্তন করা জায়েয হবে না।
No comments:
Post a Comment