Friday, June 19, 2015

ইফতারের সহীহ দোয়া 1


ইফতারের সহীহ দোয়াঃ-

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَّتِ الْعُرُوقُّ وَثَبَتَ الأجْرُ إنْ شَاءَ الله
উচ্চারণঃ যাহাবায জোমাউ, ওয়াব তাল্লাতিল উরুক্বু, ওয়া ছাবাতাল আজরু ইন-শা-আল্লাহ!
অর্থঃ পিপাসা দূরীভুত হলো, শিরা-উপশিরা সতেজ হলো এবং ইন-শা-আল্লাহ সওয়াবও সাবোস্ত হলো।
[আবু দাউদ ২৩৫৯]
►►বিঃদ্রঃ
=======
১। আলেমদের মতামত হলো উপরোক্ত দু'আটি ইফতার করার আগে নয়, ইফতার মুখে দেওয়ার পর পড়তে হবে।
২। বিসমিল্লাহ বলে ইফতার শুর করবেন এবং পিপাসা দূর হলে এই দু'আ পরবেন,কারন দোয়াটির অর্থের দিকে তাকালে সেটাই বুঝা যায়!
৩। খাওয়ার আগে যদি দু'আটি পড়া হয় অর্থাৎ খাওয়ার আগেই পিপাসা দূর হলো যদি বল হয়, তাহলে তো সেটা হাস্যকর ও অযৌক্তিক হবে, তাই না?

No comments:

Post a Comment