Wednesday, June 24, 2015

Chapter Patience : : Double Reward :Bukhari :: Volume 7 :: Chapter 70 :: Hadith 550 / সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায় ৭০ :: হাদিস ৫৫০

Chapter Patience : : Double Reward :
Narrated `Abdullah:
I visited the Prophet (sallallahu 'alaihi wa sallam) during his ailments and he was suffering from a high fever. I said, "You have a high fever. Is it because you will have a double reward for it?" He said, "Yes, for no Muslim is afflicted with any harm but that Allah will remove his sins as the leaves of a tree fall down."
Bukhari :: Volume 7 :: Chapter 70 :: Hadith 550

মুসিবতে আল্লাহ আপনার জন্য কল্যান বয়ে নিয়ে আসেন ...!
মুহাম্মদ ইব্ন ইউসুফ (র).......আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ) এর পীড়িত অবস্থায় তাঁর কাছে গেলাম। এ সময় তিনি কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আমি বললামঃ নিশ্চয়ই আপনি কঠিন জ্বরে আক্রান্ত। আমি এও বললাম যে, এটা এ জন্য যে, আপনার জন্য দ্বিগুন সওয়াব রয়েছে। তিনি বললেনঃ হাঁ! যে কোন মুসলিম মুসীবতে আক্রান্ত হয়, তার উপর থেকে গুনাহসমূহ এভাবে ঝরে যায়, যে ভাবে বৃক্ষ থেকে ঝরে যায় তার পাতাগুলো।
সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায় ৭০ :: হাদিস ৫৫০

 

No comments:

Post a Comment