Tuesday, June 16, 2015

হতে পারে আজকে আপনার শেষ দিন.......




জীবনের গতি লক্ষ্য করুন, না হলে সময়কে সঠিক ভাবে ব্যবহার করতে পারবেননা। হতে পারে আজকে আপনার শেষ দিন, হতে পারে ১ মিনিট পর, হতে পারে কাল, আপনার সময় আসলে আপনাকে চলে যেতে হবে কিন্তু আপনি কি প্রস্তুত? আজকে যার মৃত্যু হবে সে কি জানে আজকে তার শেষ দিন? কেও জানেনা আপনিও জানেননা ,
আল্লাহ্‌ বলেন ঃ
وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنْهُ تَحِيدُ
[٥٠:١٩]
আর মৃত্যুকালীন মূর্ছা সত্যি-সত্যি আসবে, -- ''এইটিই তো তাই যা থেকে তুমি অব্যাহতি চাও।’’
সুরা কাফ ১৯
আল্লাহ্‌ আরও বলেনঃ
وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ
[٦٣:١٠]
আর আমরা তোমাদের যা জীবনোপকরণ দিয়েছি তা থেকে তোমরা খরচ করো তোমাদের কোনো একজনের কাছে মৃত্যু এসে পড়ার আগেই, পাছে তাকে বলতে হয় -- ''আমার প্রভু! কেন তুমি আমাকে এক আসন্নকাল পর্যন্ত অবকাশ দাও নি, তাহলে তো আমি দান-খয়রাত করতাম এবং আমি সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতে পারতাম।’’
সুরা মুনাফিকুন ১০
...... বাকীটা আপনি চিন্তা করেন ...। আল্লাহ্‌ আমাদের সকলকে সময়ের মধ্যে ইমান বুঝার তফিক দান করুন ।। আমিন
। 


1 comment: