Sunday, June 21, 2015

আমার মুসলিম বোনদের প্রতি [ সূরা আল-ফুরকান ]

আমার মুসলিম বোনদের প্রতি
আপনার মেয়েদের কোর'আন শিক্ষা দিন, গান নয়;
আপনার মেয়েদের সালাত শিক্ষা দিন, নাচ নয়;
আপনার মেয়েদের হিজাব পরার শিক্ষা দিন, মডেল হবার নয়;
আপনার মেয়েদের মসজিদ/মাদ্রাসায় যাবার শিক্ষা দিন, পার্টি বা ক্লাবে যাবার নয়;
আপনার মেয়েদের আল্লাহ তায়ালার নাম শিক্ষা দিন, কোনো বিখ্যাত তারকাদের নাম নয় ।

আল্লাহ রাব্বাল আলামীন যেনো আমাদের নেক, সুস্থ এবং সুসন্তান দান করেন !
"হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।" [ সূরা আল-ফুরকান ]

No comments:

Post a Comment