Friday, June 19, 2015

আত-তাগরিব ওয়াত তারহীব হা/৯৮৩


মু'আজ ইবনু জাবাল রাঃ বলেন, নবী করীম সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 'আমি তোমাকে রমজান এর সব কল্যাণ এর দরজার কথা বলে দিবনা ? আমি বললাম, হে আল্লাহ্‌র রাসুল (ছাঃ)! বলুন, তিনি বলেছেন, সিয়াম (রোজা) হচ্ছে ঢালস্বরূপএবং দান পাপ মিটিয়ে দেয়। যেমন পানি আগুন নিভিয়ে দেয়।'
(আত-তাগরিব ওয়াত তারহীব হা/৯৮৩ )

No comments:

Post a Comment