প্রশ্ন : মসজিদের
জন্য জমি ওয়াকফ করার পর
কমিটির কোন সদস্যের
সাথে মনোমালিন্যের
কারণে জমিদাতা তাকে
বলেন যে, আপনি এ মসজিদে
ছালাত আদায় থেকে বিরত
না থাকলে কিয়ামত পর্যন্ত
এর উপর আমার দাবী
থাকবে। এক্ষণে
ওয়াকফকারী কি এরূপ বলার
অধিকার রাখেন? এতে কি
ওয়াকফের কোন ক্ষতি হয়?
উক্ত মুছল্লী এই মসজিদে
ছালাত আদায় করতে পারবে
কি?
উত্তর : কোন ব্যক্তি কিছু
ওয়াকফ করে তা পুনরায়
দাবী করতে পারে না।
কেননা ওয়াকফকৃত বস্ত্ত তার
থাকে না। সুতরাং এরূপ
দাবী করা সম্পদ ফিরিয়ে
নেওয়ার শামিল। যাকে
বমি করে পুনরায় খাওয়ার
সাথে তুলনা করা হয়েছে
(বুখারী হা/১৪৯০, মুসলিম
হা/১৬২২, মিশকাত
হা/১৯৫৪) । আর কোন মুসলিম
অপর মুসলিমকে মসজিদে
ছালাত আদায় থেকে বাধা
দেওয়ার অধিকার রাখে
না। মসজিদে ছালাত আদায়
করতে নিষেধ করা বড়
গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ
বলেন, ‘তার চাইতে বড়
যালেম আর কে আছে যে
আল্লাহর মসজিদ সমূহে তাঁর
নাম উচ্চারণ করতে বাধা
দেয় এবং সেগুলিকে
বিরান করার চেষ্টা
চালায়? (বাক্বারাহ
২/১১৪) । এক্ষণে উক্ত জমির
ওয়াকফকারী হিসাবে
নিজের বড়ত্ব যাহির করে
এরূপ কাজ করলে তাকে তওবা
করতে হবে। নতুবা ওয়াকফের
নেকী থেকে তিনি বঞ্চিত
হবেন।
ওয়াকফ করে তা পুনরায়
দাবী করতে পারে না।
কেননা ওয়াকফকৃত বস্ত্ত তার
থাকে না। সুতরাং এরূপ
দাবী করা সম্পদ ফিরিয়ে
নেওয়ার শামিল। যাকে
বমি করে পুনরায় খাওয়ার
সাথে তুলনা করা হয়েছে
(বুখারী হা/১৪৯০, মুসলিম
হা/১৬২২, মিশকাত
হা/১৯৫৪) । আর কোন মুসলিম
অপর মুসলিমকে মসজিদে
ছালাত আদায় থেকে বাধা
দেওয়ার অধিকার রাখে
না। মসজিদে ছালাত আদায়
করতে নিষেধ করা বড়
গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ
বলেন, ‘তার চাইতে বড়
যালেম আর কে আছে যে
আল্লাহর মসজিদ সমূহে তাঁর
নাম উচ্চারণ করতে বাধা
দেয় এবং সেগুলিকে
বিরান করার চেষ্টা
চালায়? (বাক্বারাহ
২/১১৪) । এক্ষণে উক্ত জমির
ওয়াকফকারী হিসাবে
নিজের বড়ত্ব যাহির করে
এরূপ কাজ করলে তাকে তওবা
করতে হবে। নতুবা ওয়াকফের
নেকী থেকে তিনি বঞ্চিত
হবেন।
No comments:
Post a Comment