Thursday, June 25, 2015

Chapter Wedlock, Marriage : : Umar (RA) : Bukhari :: Volume 7 :: Chapter 62 :: Hadith 154 / সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায় ৬২ :: হাদিস ১৫৪


Chapter Wedlock, Marriage : : Umar (RA) :
Narrated Abu Huraira:
While we were sitting with Allah's Messenger (sallallahu 'alaihi wa sallam), (he) Allah's Messenger (sallallahu 'alaihi wa sallam) said, "While I was sleeping, I saw a woman performing ablution beside a palace. I asked, "Whose palace is this?' It was said, 'This palace belongs to `Umar.' Then I remembered his sense of Ghira and returned." On that `Umar started weeping in that gathering and said, "O Allah's Messenger (sallallahu 'alaihi wa sallam)! How dare I think of my self-respect being offended by you?"
Bukhari :: Volume 7 :: Chapter 62 :: Hadith 154 
আবদান (র) ....... হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ্ (সাঃ)-এর কাছে বসা ছিলাম । তখন রাসূলুল্লাহ্ (সাঃ) বললেন, আমি একদিন ঘুমন্ত অবস্থায় জান্নাতের একটি প্রাসাদের পার্শ্বে একজন মহিলাকে ওযূ করতে দেখলাম । আমি জিজ্ঞেস করলাম, এই প্রাসাদটি কার ? আমাকে বলা হল, এটা উমর (রা)-এর । তখন আমি উমরের আত্মমর্যাদার কথা স্মরণ করে পিছনে ফিরে চলে এলাম । এ কথা শুনে হযরত উমর (রা) সেই মজলিসেই কাঁদতে লাগলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনার সাথেও কি আমি আত্মসম্মানবোধ বজায় রাখব ?
সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায় ৬২ :: হাদিস ১৫৪

No comments:

Post a Comment