Friday, June 19, 2015

নাসায়ী: ২৪২৭; মুসনাদ আহমাদ: ৮৯৭৯; শুআবুল ঈমান: ৩৩২৪


আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
“রাসূলুল্লাহ (সাঃ) তাঁর সঙ্গী-সাথীদের এ মর্মে সুসংবাদ শোনাতেন, ‘তোমাদের সমীপে রামাদান মাস এসেছে। এটি এক মোবারক মাস। আল্লাহ তা‘আলা তোমাদের ওপর এ মাসের সিয়াম ফরজ করেছেন। এতে জান্নাতের দ্বার খোলা হয়। বন্ধ রাখা হয় জাহান্নামের দরজা। শয়তানকে শিকলে বাঁধা হয়। এ মাসে একটি রজনী রয়েছে যা সহস্র মাস হতে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হল সে যেন যাবতীয় কল্যাণ থেকেই বঞ্চিত হল।”
[ নাসায়ী: ২৪২৭; মুসনাদ আহমাদ: ৮৯৭৯; শুআবুল ঈমান: ৩৩২৪ শায়খ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন]

No comments:

Post a Comment