যাদের টাক কিংবা পাতলা চুল রয়েছে তারা লোক লজ্জার কারণে কিংবা নিজেকে অল্প বয়সী হিসাবে প্রকাশ করার জন্য মাথায় পরচুলা (অর্থাৎ অন্য মানুষের চুল অথবা বিকল্পভাবে তৈরী করা চুল) ব্যবহার করে থাকে। আর এই পরচুলা অন্য মানুষের মাথার চুল থেকেও তৈরী হয় আবার বিভিন্ন পদ্ধতিতেও তৈরী করা হয়। উভয় প্রকার পরচুলাই ব্যবহার করা হারাম। এই পরচুলা ব্যবহার করার ভয়াবহ পরিণতি সম্পর্কে ২ টি হাদীছ নিম্নে বর্ণনা করা হলো।
"عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِيْ بَكْرٍ قَالَتْ جَاءَتْ إِمْرَأْةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَارَسُوْلَ اللهِ إِنَّ لِيْ ابْنَةً عَرِيْسًا أَصَابَتْهَا حَصْبَةٌ فَتَمَرَّقَ شَعْرُهَاـ أَفَأَمِلَهُ فَقَالَ: لَعَنَ اللهُ الوٰاصِلَةَ وَ الْمُسْتَوْصِلَةَ"
(مسلم ৩/১৬৭৬).
অর্থঃ “আসমা বিনতে আবূ-বাকর (রাঃ) বলেন, কোন এক মহিলা নাবী কারীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল! (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমার একটি সদ্য বিবাহিতা কন্যা আছে। হাম হওয়ার কারণে তার মাথার চুল পড়ে গেছে। আমি কি তাকে পরচুলা লাগিয়ে দিব? উত্তরে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, যে পরচুলা নিজে লাগায় এবং অন্যকে লাগিয়ে দেয় আল্লাহ তাদের উভয়কে অভিশাপ দিয়েছেন” (মুসলিম ৩/১৬৭৬)। এ প্রসঙ্গে জাবির বিন আব্দুল্লাহ (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন,
"زَجَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَصِلَ الْمَرْأَةُ بِرَأْسِهَا شَيْئًا"
(مسلم ৩/১৬৯৭).
অর্থঃ “নাবী কারীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মহিলাদের মাথায় চুল বা অন্য কিছু সংযোজন করার জন্য ধমক দিয়েছেন” (মুসলিম ৩/১৬৭৯).
No comments:
Post a Comment