প্রশ্ন: তারাবীহর নামাজ সুন্নাত না ফরজ? কোনো লোক এই নামাজ এড়িয়ে যেতে পারবে কি?
উত্তর: ডা. জাকির নায়েক
হাদীসে বলা হয়েছে যে, একদিন রমাদ্বানের রাতে রাসূলুল্লাহ [ﷺ] মসজিদে গিয়ে দেখলেন যে, লোকেরা একাকী বিক্ষিপ্তভাবে তারাবীহর নামায আদায় করছে । অতঃপর তিনি নামাজে দাড়িয়ে গেলেন এবং লোকেরা তার পিছনে দাড়িয়ে গেল।
পরের দিন এই খবর ছড়িয়ে পড়লে ঐ দিন রাতে মসজিদ পূর্ণ হয়ে গেল। এভাবে তৃতীয় রাতেও মসজিদ ভরে গেল। চতুর্থ রাতে লোকজন মসজিদের ভিতর এবং বাইরে অপেক্ষা করতে থাকলো।
কিন্তু রাসূলুল্লাহ [ﷺ] সেদিন নামাজ পড়ালেন না। তিনি ভাবলেন, এভাবে চলতে থাকলে তার উম্মতরা এই নামাজকে আবার ফরজ ভেবে নেয় কিনা! (সহীহ বুখারী, অধ্যায় তারাবীহ, হাদীস ২০১২)
কিন্তু আরেকটি হাদীসে উল্লেখ আছে যে, যে ব্যক্তি রমাদ্বান মাসে বিশ্বস্ততার সাথে আল্লাহর পুরষ্কারের আশায় তারাবীহর নামায বা কিয়ামুল লাইল আদায় করে, আল্লাহ তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেন ।
(সহীহ বুখারী, অধ্যায় তারাবীহ, হাদীস ২০০৯)
সুতরাং যদিও এটা ফরজ নয় তবে এটা সুন্নাতে মুয়াক্কাদাহ অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত এবং যৌক্তিক কারণ ছাড়া তারাবীহর নামাজ বাদ দেওয়া উচিত নয় ।
No comments:
Post a Comment