Sunday, June 21, 2015

আবূদাঊদ, ইবনু মাজাহ, মিশকাত হা/১৯৯৫।


তিনি আরো বলেন, ‘দ্বীন চিরদিন বিজয়ী থাকবে, যতদিন লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে। কেননা ইহুদী-নাছারারা ইফতার দেরীতে করে’।[6]‘রাসূলুল্লাহ (ছাঃ)-এরছাহাবীগণ লোকদেরমধ্যে ইফতার সর্বাধিক
জলদী ও সাহারী সর্বাধিকদেরীতে করতেন’।[7]

[6]. আবূদাঊদ, ইবনু মাজাহ,
মিশকাত হা/১৯৯৫।
[7]. নায়লুল আওত্বার
(কায়রো : ১৯৭৮) ৫/২৯৩ পৃঃ।

No comments:

Post a Comment