জলদী ও সাহারী সর্বাধিকদেরীতে করতেন’।[7]
[6]. আবূদাঊদ, ইবনু মাজাহ,
মিশকাত হা/১৯৯৫।
[7]. নায়লুল আওত্বার
(কায়রো : ১৯৭৮) ৫/২৯৩ পৃঃ।
মিশকাত হা/১৯৯৫।
[7]. নায়লুল আওত্বার
(কায়রো : ১৯৭৮) ৫/২৯৩ পৃঃ।
দিন-রাত কিসের পিছনে ছুটছেন? কোন সাফল্যের জন্য বিরামহীন শ্রম দিয়ে চলেছেন? প্রমোশন, ইনক্রিমেন্ট, ডিগ্রী, বেটার জব, বেটার সেলারী, বেটার লিভিং, বেটার এপ্রিসিয়েশন ফ্রম সোসাইটি - এসবের জন্যই তো? আপনি কি নিশ্চিত যে এদের মাধ্যমে আপনার সফলতা আসবে? কেউ কি বলতে পারবেন যে সাফল্যের শেষ সিঁড়ি কোথায়? কোন পর্যায়ে গেলে আর কোন প্রাপ্তি হলে 'মানুষের' কোন আক্ষেপ, অপূর্ণতা থাকে না? এই প্রতিযোগিতার কি আদৌ কোন শেষ আছে? আপনি ভাবছেন, আপনার প্রতিষ্ঠানে আপনার কোন বিকল্প নেই - আসলেই কি তাই?
No comments:
Post a Comment