Sunday, June 21, 2015

চাঁদ না দেখে সৌদির সাথে মিলিয়ে রোজা রাখা মানে রাসুল্লাহ(সা) এর সাথে নাফরমানি করা


চাঁদ না দেখে সৌদির সাথে মিলিয়ে রোজা রাখা মানে রাসুল্লাহ(সা) এর সাথে নাফরমানি করা
============================

রাসুল্লাহ (সা)-এর উক্তি : যখন তোমরা চাঁদ দেখ তখন সওম আরম্ভ কর আবার যখন চাঁদ দেখ তখনই ইফতার কর।
وَقَالَ صِلَةُ عَنْ عَمَّارٍ مَنْ صَامَ يَوْمَ الشَّكِّ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ
সেলাহ (রহ.) ‘আম্মার (রাঃ) হতে বর্ণনা করেন, যে ব্যক্তি সন্দেহের দিনে সওম পালন করল সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নাফরমানী করল।

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযানের কথা আলোচনা করে বললেনঃ চাঁদ না দেখে তোমরা সওম পালন করবে না এবং চাঁদ না দেখে ইফ্তার করবে না। যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে তার সময় (ত্রিশ দিন) পরিমাণ পূর্ণ করবে। [সহিহ বুখারি ১৯০০,১৯০৬ (আধুনিক প্রকাশনীঃ ১৭৭১, ইসলামী ফাউন্ডেশনঃ ১৭৮২]

উপরোক্ত হাদিসের শেষ অংশে জ্ঞানীদের জন্য একটা লজিক রয়েছে......
সাক্ষির ভিক্তিতেই যদি সারা বিশ্বে সিয়াম পালন করা সঠিক হতো তাহলে এই হাদীসের শেষ অংশ “যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে” রাসুল্লাহ (সা) কি জন্য বলেছেন? এই বাড়তি অংশ বলার কি প্রয়োজন ছিল? সারা পৃথিবীর আকাশ কি একই সাথে মেঘাচ্ছন্ন থাকতে পারে? এই অংশই প্রমাণ করে চাদ না দেখে সৌদির সাথে মিলিয়ে একই দিন সিয়াম ও ঈদ পালন করার অনুমতি ইসলামে নেই।

No comments:

Post a Comment