Sunday, June 21, 2015

প্রশ্নঃ ধরুন কোনো ব্যক্তি রোযা রাখার নিয়ত করে ঘুমালো কিন্তু যেকোনো কারনে, যেমন ঘুম থেকে না জাগার কারনে সাহরি খেতে পারলো না, এমন অবস্থায় সে কি রোযা রাখবে না?


প্রশ্নঃ ধরুন কোনো ব্যক্তি রোযা রাখার নিয়ত করে ঘুমালো কিন্তু যেকোনো কারনে, যেমন ঘুম থেকে না জাগার কারনে সাহরি খেতে পারলো না, এমন অবস্থায় সে কি রোযা রাখবে না?

উত্তরঃ জাকির নায়েক

যদি কোনো ব্যক্তি পরবর্তী দিনের রোযা রাখার নিয়ত করে ঘুমায় এবং সাহরি খাওয়ার নিয়ত করে ঘুমায় এবং সে যদি ঘুম থেকে জাগতে না পারার কারণে বা অন্য কোনো কারণে সাহরি খেতে না পারে তাহলে সে রোযা রাখবে, সাহরি খাওয়া সুন্নাত এবং বরকতময়। যেমন হাদিসে এসেছে- রসূলুল্লাহ [ﷺ] বলেছেন, “তোমরা সাহরি খাও এটা বাদ দিও না, কেননা সাহরিতে বরকত রয়েছে।”
(সহীহ আল-বুখারী ৩য় খণ্ড, কিতাবুস সিয়াম, হাদীস নং ১৯২৩)
কিন্তু কেউ যদি ঘুমিয়ে থাকে এবং তার যদি রোযা রাখার এবং সাহরি খাওয়ার নিয়ত থাকে এবং কোনো কারণে হোক তা ঘুম না ভাঙ্গার কারণে সাহরি খেতে না পারে তাহলে তার নিয়ত কবুল হবে।

No comments:

Post a Comment