Wednesday, June 24, 2015

Chapter Drink : : Miracle on Ablution Water :Bukhari :: Volume 7 :: Chapter 69 :: Hadith 543 / সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায় ৬৯ :: হাদিস ৫৪৩

Chapter Drink : : Miracle on Ablution Water :
Narrated Jabir bin `Abdullah:
I was with the Prophet (sallallahu 'alaihi wa sallam) and the time for the `Asr prayer became due. We had no water with us except a little which was put in a vessel and was brought to the Prophet (sallallahu 'alaihi wa sallam) . He put his hand into it and spread out his fingers and then said, "Come along! Hurry up! All those who want to perform ablution. The blessing is from Allah.'' I saw the water gushing out from his fingers. So the people performed the ablution and drank, and I tried to drink more of that water (beyond my thirst and capacity), for I knew that it was a blessing. The sub-narrator said: I asked Jabir, "How many persons were you then?" He replied, "We were one-thousand four hundred men." Salim said: Jabir said, 1500.
Bukhari :: Volume 7 :: Chapter 69 :: Hadith 543


অজুর পানি সম্পর্কিত মোজেজা :
কুতায়বা ইব্ন সা’ঈদ (র)....জাবির ইব্ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্নিত। তিনি বলেন, আমি নবী (সাঃ) এর সংগে ছিলাম, এ সময় আসরের সময় হয়ে গেল। অথচ আমাদের সংগে বেঁচে যাওয়া সামান্য পানি ব্যতীত কিছুই ছিল না। তখন সেটুকু একটি পাত্রে রেখে পাত্রটি নবী (সাঃ) এর সামনে পেশ করা হল। তিনি পাত্রটির মধ্যে নিজের হাত ঢুকিয়ে দিলেন এবং আঙ্গলগুলো ছড়িয়ে দিলেন। এরপর বললেনঃ এস যাদের অযুর প্রয়োজন আছে। বরকত তো আসে আল্লাহ’র কাছ থেকে। জাবির (রা) বলেন, তখন আমি দেখলাম, নবী (সাঃ) এর আঙ্গলগুলোর ফাঁক থেকে পানি প্রবাহিত হচ্ছে। লোকজন অযূ করল এবং পানি পান করল। আমিও আমার উদরে যতটুকু সম্ভব ছিল ততটুকু পান করতে ত্রুটি করলাম না। কেননা, আমি জানতাম এটি বরকতে পানি। রাবী বলেন, আমি জাবির (রা) কে বললামঃ সে দিন আপনারা কত লোক ছিলেন? তিনি বললেনঃ এক হাজার চারশ জন। জাবির (রা) এর সূত্রে আমর অনরূপ বর্ননা করেছেন্ সালিম, জাবির (রা) সূত্রের মাধ্যমে হুসাইন ও আমর ইব্ন মুররা চৌদ্দশ’র স্থানে পনেরশ’র কথা বলেছেন। সা’ঈদ ইব্ন মুসায়্যাব জাবির (রা) থেকে অনুরূপ বর্ননা করেছেন।
সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায় ৬৯ :: হাদিস ৫৪৩

No comments:

Post a Comment