Friday, June 19, 2015

ইফতারকালে দো‘আ


ইফতারকালে দো‘আ :
‘বিসমিল্লাহ’ বলে শুরু ও
‘আলহামদুলিল্লাহ’ বলে শেষ
করবে।[3] তবে ইফতারের
দো‘আ হিসাবে প্রসিদ্ধ
দু’টি দো‘আর প্রথমটি ‘যঈফ’ ও
দ্বিতীয়টি ‘হাসান’। তাই
ইফতার শেষে নিম্নোক্ত
দো‘আ পড়া যাবে-
‘যাহাবায যামাউ
ওয়াবতাল্লাতিল উরূকু ওয়া
ছাবাতাল আজরু
ইনশাআল্লাহ’। অর্থঃ
‘পিপাসা দূরীভূত হ’ল ও
শিরাগুলি সঞ্জীবিত হ’ল
এবং আল্লাহ চাহে তো
পুরস্কার ওয়াজিব হ’ল’।[4]

[3]. বুখারী, মিশকাত
হা/৪১৯৯; মুসলিম, ঐ,
হা/৪২০০।
[4]. আবূদাঊদ, মিশকাত
হা/১৯৯৩-৯৪।

No comments:

Post a Comment