Chapter Supporting The Family : : Wasiot :
Narrated Sa`d:
The Prophet (sallallahu 'alaihi wa sallam) visited me at Mecca while I was ill. I said (to him), "I have property; May I bequeath all my property in Allah's Cause?" He said, "No." I said, "Half of it?" He said, "No." I said, "One third of it?" He said, "One-third (is alright), yet it is still too much, for you'd better leave your inheritors wealthy than leave them poor, begging of others. Whatever you spend will be considered a Sadaqa for you, even the mouthful of food you put in the mouth of your wife. Anyhow Allah may let you recover, so that some people may benefit by you and others be harmed by you."
Bukhari :: Volume 7 :: Chapter 64 :: Hadith 266
মুহাম্মদ ইব্ন কাসীর (র) ..... সা’দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি মক্কায় রোগগ্রস্থ হলে রাসূলুল্লাহ (সাঃ) আমার পরিচর্যার জন্য আসেন। আমি বললাম, আমার তো মাল আছে। সেগুলো সব আমি ওসিয়্যত করে যাই ? তিনি বললেনঃ না। আমি বললামঃ তাহলে অর্ধেক ? তিনি বললেনঃ না আমি বললামঃ তবে এক-তৃতীয়াংশ ? তিনি বললেনঃ এক-তৃতীয়াংশ করতে পার। এক-তৃতীয়াংশই বেশী। মানুষের কাছে হাত পেতে ফিরবে ওয়ারিসদেরকে এরূপ ফকীর অবস্থায় ছেড়ে যাওয়ার তুলনায় তাদেরকে ধনী অবস্থায় রেখে যাওয়া উত্তম। আর যা-ই তুমি খরচ করবে, তা-ই তোমার জন্য সাদকা হবে। এমনকি যে লোকমাটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে, তাও। আল্লাহ্ তোমাকে দীর্ঘজীবী করবেন এই আশা। তোমার দ্বারা অনেক লোক উপকৃত হবে, আবার অন্যেরা (কাফির সম্প্রদায়) ক্ষতিগ্রস্থও হবে।
সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায় ৬৪ :: হাদিস ২৬৬
Narrated Sa`d:
The Prophet (sallallahu 'alaihi wa sallam) visited me at Mecca while I was ill. I said (to him), "I have property; May I bequeath all my property in Allah's Cause?" He said, "No." I said, "Half of it?" He said, "No." I said, "One third of it?" He said, "One-third (is alright), yet it is still too much, for you'd better leave your inheritors wealthy than leave them poor, begging of others. Whatever you spend will be considered a Sadaqa for you, even the mouthful of food you put in the mouth of your wife. Anyhow Allah may let you recover, so that some people may benefit by you and others be harmed by you."
Bukhari :: Volume 7 :: Chapter 64 :: Hadith 266
মুহাম্মদ ইব্ন কাসীর (র) ..... সা’দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি মক্কায় রোগগ্রস্থ হলে রাসূলুল্লাহ (সাঃ) আমার পরিচর্যার জন্য আসেন। আমি বললাম, আমার তো মাল আছে। সেগুলো সব আমি ওসিয়্যত করে যাই ? তিনি বললেনঃ না। আমি বললামঃ তাহলে অর্ধেক ? তিনি বললেনঃ না আমি বললামঃ তবে এক-তৃতীয়াংশ ? তিনি বললেনঃ এক-তৃতীয়াংশ করতে পার। এক-তৃতীয়াংশই বেশী। মানুষের কাছে হাত পেতে ফিরবে ওয়ারিসদেরকে এরূপ ফকীর অবস্থায় ছেড়ে যাওয়ার তুলনায় তাদেরকে ধনী অবস্থায় রেখে যাওয়া উত্তম। আর যা-ই তুমি খরচ করবে, তা-ই তোমার জন্য সাদকা হবে। এমনকি যে লোকমাটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে, তাও। আল্লাহ্ তোমাকে দীর্ঘজীবী করবেন এই আশা। তোমার দ্বারা অনেক লোক উপকৃত হবে, আবার অন্যেরা (কাফির সম্প্রদায়) ক্ষতিগ্রস্থও হবে।
সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায় ৬৪ :: হাদিস ২৬৬
No comments:
Post a Comment