রামাযানের সিয়ামের (রোযা) এর ফযিলতঃ
১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম হলো রাইয়্যান। কিয়ামতের দিন ঐ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে কেবলমাত্র সিয়াম পালনকারী ব্যক্তিরা। ঐ দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত আর কেউই প্রবেশ করতে পারবে না। বলা হবে সিয়াম পালনকারীগণ কোথায়? তখন তারা সেই দরজা দিয়ে প্রবেশ করবেন, তারা ব্যতীত ঐ দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। যখন তারা প্রবেশ করা সমাপ্ত হবে তখন সেই দরজা বন্ধ করে দেয়া হবে। ফলে আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। (বুখারী ও মুসলিম)
২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: “কিয়ামত দিবসে সিয়াম ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে রব! আমি তাকে দিনের বেলায় খানা-পিনা ও প্রবৃত্তির কাজ থেকে বিরত রেখেছিলাম। তাই তার ব্যাপারে আমার সুপারিশ কবূল কর। কুরআন বলবেঃ আমি তাকে রাতের বেলায় নিদ্রা থেকে বিরত রেখেছিলাম (অর্থাৎ- সে রাত জেগে আমাকে পাঠ করেছে) তাই তার ব্যাপারে আমার সুপারিশ কবূল কর। তখন তাদের সুপারিশ গ্রহণ করা হবে।” (মুসনাদে আহমদ ও মুসতাদরাক হাকিম)
৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমযানের সিয়াম পালন করে তার পূর্বকৃত সমস্ত পাপ মোচন করা হয় এবং যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লায়লাতুল কদরের রাতে কিয়াম করে তারও পূর্বকৃত সকর গুনাহ মোচন করা হয়। (বুখারী ও মুসলিম )
No comments:
Post a Comment