প্রশ্নঃ ইফতার অর্থ কী ও রাসূলুল্লাহ (ﷺ) ইফতারিতে কি খেতেন ?
উত্তর: ডা. জাকির নায়েক
ইফতার শব্দটি আরবি فطر ফাতর থেকে এসেছে, এর অর্থ ভঙ্গ করা, ছিঁড়ে ফেলা। ফিতর আরো যে অর্থ দেয় তা হলো এমন খাদ্য যা দ্বারা রোযা ভঙ্গ করা হয়। আরবি শব্দ ‘ইফতার’ অর্থ হলো – রোযা ত্যাগ করা। অর্থাৎ ইফতার অর্থ রোযা ত্যাগ করার বা ছাড়ার জন্য খাদ্য গ্রহণ করা।
সুনান আবূ দাউদের ২ খন্ডের কিতাবুস সিয়ামের ২৩৪৯ নং হাদীস থেকে জানা যায়, রাসূল (ﷺ) ইফতারীতে উত্তম খেজুর খেতেন। তিনি ভালো মানের খেজুর দিয়ে ইফতার করতেন। যদি তিনি টাটকা খেজুর না পেতেন তাহলে শুকনো খেজুর খেতেন। টাটকা খেজুর খাওয়া সর্বোত্তম, আপনি যদি টাটকা খেজুর না পান তাহলে শুকনো খেজুর দিয়ে ইফতার করুন, আর যদি তাও না পান তাহলে পানি দিয়ে ইফতার করুন, এটাই সুন্নাত। আপনি যদি পানিও না পান তাহলে হালাল যেকোনো খাবার দিয়ে ইফতার করতে পারেন। আবার কোনোকিছুই পেলেন না, যেমন সফরে বা যানবাহনে ইফতারের সময় হলো, তাহলে আপনি মানসিকভাব রোযা ছাড়ার নিয়ত করুন এবং তাড়াতাড়ি যে হালাল খাবার পান তা খেয়ে নিন।
No comments:
Post a Comment