যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে সে মহা ক্ষতিগ্রস্ত হবে ●|●
"নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে তাঁর সাথে কাউকে শরীক করে। এছাড়া যাকে ইচ্ছা, ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরীক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়।"
[সূরা আন নিসা -১১৬]
"আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে।"
[সূরা রা’দ-১১]
"আর তোমরা দুর্বল হয়ো না ও বিষণ্ন হয়ো না এবং তোমরা যদি বিশ্বাসী হও,তবে তোমরাই জয়ী হবে।"
[সূরা আল-ইমরান-১৩৯]
এরপর ও কি আমরা অধৈর্য্য হবো ? আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামীনের হুকুম মেনে চলা এবং তাঁর আনুগত্য করা -
আল্লাহ সুবহান আল্লাহু তা'আলা ওয়াদা করেছেন-
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ [٢:٢٧٧
"নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎকাজ করেছে, সালাত প্রতিষ্ঠিত করেছে এবং যাকাত দান করেছে, তাদের জন্যে তাদের পুরষ্কার তাদের পালনকর্তার কছে রয়েছে। তাদের কোন শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না।" [সূরা আল বাক্বারাহ -২৭৭]
আরও ইরশাদ হয়েছে ঃ
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا [٣٣:٣٦]
আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট তায় পতিত হয়।
﴿٣٦﴾
আমার উপরের লিখার মাঝে কোন প্রকার ভুল ত্রুটি হলে আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের চোখে কোন ভুল ত্রুটি ধরা পরলে অনুগ্রহ করে আমাকে সংশোধন করে দিবেন ঃ ইনশাহ আল্লাহ্ সবাইকে বুঝার তাওফিক দান করুন
উপরের পবিত্র কুরআনের আয়াত গুলা ভাল করে বুঝে আমল করার চেষ্টা করবেন সবাই ।
আল্লাহ পাক সবাইকে বুঝার তাওফিক দান করুন ।
আমিন, সুম্মাহ আমিন ,
আমিন , আমিন আমিন
[সূরা রা’দ-১১]
"আর তোমরা দুর্বল হয়ো না ও বিষণ্ন হয়ো না এবং তোমরা যদি বিশ্বাসী হও,তবে তোমরাই জয়ী হবে।"
[সূরা আল-ইমরান-১৩৯]
এরপর ও কি আমরা অধৈর্য্য হবো ? আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামীনের হুকুম মেনে চলা এবং তাঁর আনুগত্য করা -
আল্লাহ সুবহান আল্লাহু তা'আলা ওয়াদা করেছেন-
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ [٢:٢٧٧
"নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎকাজ করেছে, সালাত প্রতিষ্ঠিত করেছে এবং যাকাত দান করেছে, তাদের জন্যে তাদের পুরষ্কার তাদের পালনকর্তার কছে রয়েছে। তাদের কোন শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না।" [সূরা আল বাক্বারাহ -২৭৭]
আরও ইরশাদ হয়েছে ঃ
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا [٣٣:٣٦]
আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট তায় পতিত হয়।
﴿٣٦﴾
আমার উপরের লিখার মাঝে কোন প্রকার ভুল ত্রুটি হলে আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের চোখে কোন ভুল ত্রুটি ধরা পরলে অনুগ্রহ করে আমাকে সংশোধন করে দিবেন ঃ ইনশাহ আল্লাহ্ সবাইকে বুঝার তাওফিক দান করুন
উপরের পবিত্র কুরআনের আয়াত গুলা ভাল করে বুঝে আমল করার চেষ্টা করবেন সবাই ।
আল্লাহ পাক সবাইকে বুঝার তাওফিক দান করুন ।
আমিন, সুম্মাহ আমিন ,
আমিন , আমিন আমিন
No comments:
Post a Comment