Tuesday, June 16, 2015

বিদআত


আসসালামু আলাইকুম


عن ابن مسعود موقوفا وهو مرفوع الى النبي صلى الله عليه وسلم حكما
أنه قال: كيف أنتم إذا لبستكم فتنة يهرم فيها الكبير ويربو فيها الصغير ويتخذها الناس سنة إذا ترك منها شيئ قيل: تركت السنة؟ قالوا: متى ذاك؟ قال: إذا ذهبت علماؤكم وكثرت قراؤكم وقلت فقهاؤكم وكثرت أمراؤكم وقلت أمناؤكم والتمست الدنيا بعمل الآخرة وتفقه لغير الدين
(رواه الدارمي)

প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটি বিশুদ্ধ সনদে একটি মাওকূফ হাদীস বর্ণিত, তবে সঠিক কথা হাদীসটি সনদের ধারাবাহিকতা রাসূল {সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম} পর্যন্ত পৌছেছে। তাতে রাসূল {সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম} সাহাবাদের লক্ষ্য করে বললেন “ তোমরা কি সিদ্ধান্ত নিবে যখন তোমাদের জনজীবন এমন ফিতনায় জড়িয়ে যাবে যাতে তোমাদের বড়রা বৃদ্ধ বয়সে উপনিত হবে আর ছোটরা তাতে বেড়ে উঠবে এবং তাকে মানুষেরা সুন্নাত হিসাবে গ্রহণ করবে। আর যদি তা থেকে কিছু ছেড়ে দেয়া হয় তাহলে বলা হবে তুমি কি সুন্নাত ছেড়ে দিয়েছ ? জ্ঞান পিপাসু সহাবীগণ রাসূল {সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম}-কে জিজ্ঞেস করলেন এই অবস্থা কখন হবে ? তখন রাসূল {সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম} বললেন “ যখন তোমাদের মাঝ থেকে প্রকৃত জ্ঞানী বিদায় নিবে আর ডিগ্রীধারী পাঠকের সংখ্যা অধিক হারে বেড়ে চলবে এবং সঠিক বুঝ বা সূক্ষ অনুভূতি সম্পন্ন ও বিশ্বস্ত লোকের অভাব দেখা দিবে আর তোমাদের নেতা বা শাসক শ্রেণী লোকের সংখ্যা বেড়ে চলবে। আর আখিরাতের ‘আমল সম্পাদন করে দুনিয়া কামাই করবে এবং দ্বীনের বিপরীতে অন্য উদ্দেশ্যে জ্ঞান লাভ করবে। (দারিমী হাদীসটি বর্ণনা করেন (১/৬৪) এটা দুইটা সনদে হাদীসটি বর্ণিত হয়েছে তার একটি সহীহ এবং অন্যটি হাসান পর্যায়ের। আর হাকিম (৪/৫১৪)
আমি বলি ঃ এই হাদীস রাসূল (স) এর নবুওয়াতের একটি বড় আলামত এবং তার রিসালাতের সত্যতা প্রমাণকারী। কারণ হাদীসে বর্ণিত প্রতিটি বাক্যের বাস্তবায়ন আমরা বর্তমান প্রেক্ষাপটে প্রত্যক্ষ করছি। যেমন বর্তমানে বিদআতের আবিস্কার বেড়েই চলছে। আর সরলপ্রাণ জনসাধারণ তাতে রীতিমত প্রতারিত হচ্ছে। এই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে মানুষ তাকে সুন্নাহ মনে করে দৃঢ়ভাবে আঁকড়ে ধরছে এবং অনুসরণীয় দ্বীন হিসেবে গ্রহণ করছে।
তাইতো সঠিক আক্বীদা বিশ্বাসে অটুট ব্যক্তিরা যখন বিশুদ্ধ হাদীসের অনুশীলন করছে তখন তাদেরকে বলা হচ্ছে “সুন্নাহকে ছেড়ে দিয়েছে”।

No comments:

Post a Comment