একজন
প্রাণী চিকিৎসক
হিসাবে কুকুর, বিড়াল
ইত্যাদির চিকিৎসা করে
অর্থ উপার্জন করায়
শরী‘আতে কোন বাধা
আছে কি?
উত্তর : চিকিৎসক হিসাবে
কুকুর, বিড়াল ইত্যাদির
চিকিৎসা করা এবং তার
বিনিময় গ্রহণ করায় বাধা
নেই। এটি পশুদের প্রতি
দয়ার নিদর্শন, যাতে প্রভূত
নেকী রয়েছে। রাসূল
(ছাঃ) বলেন, এক লোক এক
পিপাসার্ত কুকুরকে পানি
পান করানোর কারণে
তাকে ক্ষমা করে দেওয়া
হয়। ছাহাবাগণ বললেন, হে
আল্লাহর রাসূল (ছাঃ)!
প্রাণীর জীবন রক্ষায়
ছওয়াব রয়েছে? তিনি
বললেন, প্রত্যেক তাযা
প্রাণ রক্ষায় ছওয়াব
রয়েছে (বুখারী হা/২৩৬৩,
মিশকাত হা/১৯০২) । তিনি
বলেন, একজন ব্যভিচারী
নারী একটি পিপাসার্ত
কুকুরকে পানি পান
করানোর কারণে
জান্নাতে যাবে
(বুখারী হা/৩৪৬৭) ।
প্রাণী চিকিৎসক
হিসাবে কুকুর, বিড়াল
ইত্যাদির চিকিৎসা করে
অর্থ উপার্জন করায়
শরী‘আতে কোন বাধা
আছে কি?
উত্তর : চিকিৎসক হিসাবে
কুকুর, বিড়াল ইত্যাদির
চিকিৎসা করা এবং তার
বিনিময় গ্রহণ করায় বাধা
নেই। এটি পশুদের প্রতি
দয়ার নিদর্শন, যাতে প্রভূত
নেকী রয়েছে। রাসূল
(ছাঃ) বলেন, এক লোক এক
পিপাসার্ত কুকুরকে পানি
পান করানোর কারণে
তাকে ক্ষমা করে দেওয়া
হয়। ছাহাবাগণ বললেন, হে
আল্লাহর রাসূল (ছাঃ)!
প্রাণীর জীবন রক্ষায়
ছওয়াব রয়েছে? তিনি
বললেন, প্রত্যেক তাযা
প্রাণ রক্ষায় ছওয়াব
রয়েছে (বুখারী হা/২৩৬৩,
মিশকাত হা/১৯০২) । তিনি
বলেন, একজন ব্যভিচারী
নারী একটি পিপাসার্ত
কুকুরকে পানি পান
করানোর কারণে
জান্নাতে যাবে
(বুখারী হা/৩৪৬৭) ।
No comments:
Post a Comment