Thursday, June 4, 2015

পশুর পেটে বাচ্চা থাকা অবস্থায় ঐ পশু কুরবাণী করা যাবে কি?

পশুর পেটে
বাচ্চা থাকা অবস্থায় ঐ
পশু কুরবাণী করা যাবে
কি?

উত্তর : পেটে বাচ্চা
থাকা অবস্থায় পশু
কুরবাণী করায় শরী‘আতে
কোন বাধা নেই। এছাড়া
উক্ত পশুর গোশত খাওয়া
যাবে। এমনকি রুচি হ’লে
পেটের বাচ্চাও খেতে
পারে। আবু সাঈদ খুদরী
বলেন, আমি বললাম হে
আল্লাহর রাসূল! আমরা
উটনী, গাভী ও ছাগী
যবেহ করি এবং কখনো
কখনো আমরা তার পেটে
বাচ্চা পাই। আমরা ঐ
বাচ্চা ফেলে দিব, না
খাব? রাসূল (ছাঃ) বললেন,
‘তোমাদের ইচ্ছা হ’লে
খাও। কারণ বাচ্চার
মাকে যবেহ করা
বাচ্চাকে যবেহ করার
শামিল’ (আবুদাউদ
হা/২৮২৮; মিশকাত
হা/৪০৯১-৯২) ।

No comments:

Post a Comment