Saturday, June 6, 2015

যে সব কবরে বা স্থানে____সূরা নিসা ৪/৪৮, ১১৬


যে সব কবরে বা স্থানে
পূজা হয়, সিজদা হয় বা
যেখানে কিছু কামনা করা
হয় ও মানত করা হয়, ঐসব
কবরের বা স্থানের পাশে
মসজিদ নির্মাণ করা
হারাম এবং ঐ মসজিদে
ছালাত আদায় করা বা
কোনরূপ সহযোগিতা করাও
হারাম। কেননা এগুলি
শিরক এবং আল্লাহ শিরকের
গোনাহ কখনই ক্ষমা করেন
না (তওবা করা ব্যতীত)।

সূরা নিসা ৪/৪৮, ১১৬।

No comments:

Post a Comment