Sunday, July 5, 2015

নামায সংক্রান্ত কিছু গুরত্বপুর্ণ হাদিস



নামায সংক্রান্ত কিছু গুরত্বপুর্ণ হাদিস :

অাবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেন,
হে অাল্লহর রাসুল, কোন অামল জান্নাতের অধিক নিকটবর্তী?
তিনি বললেন, সময়মত সালাত অাদায় করা।
(সহীহ মুসলিম,হাদিস সংখ্যা- ২৬৩)

অায়েশা (রাঃ) থেকে বর্ণিত,তিনি বলেন,
অামি রমাদান ব্যাতিত অন্য কোন রাএিতে রাসুলুল্লাহ (সঃ) কে পুর্ণ কুরঅান তিলাওয়াত করতে,ভোর অবাধি পর্যন্ত সালাতে কাটিয়ে দিতে অথবা পুর্ণ একমাস সিয়াম পালন করতে দেখি নি।
(সহীহ মুসলিম,হাদিস সংখ্যা- ১৭৭৩)

অাবু হুরাইয়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, মাহে রামাদানের পর সর্বোওম সিয়াম অাল্লহর মাস মুহাররম। ফরয সালাতের পর সর্বোওম সালাত হল রাতের সালাত (তাহাজ্জুদ) সালাত।
(সহীহ মুসলিম,হাদিস সংখ্যা-১১৬৩)

অাল্লহর রাসুল (সঃ) বলেছেন, সে ব্যাক্তির নামায হয় না,যে রুকু,সিজদাহ তে নিজ পিঠ সোজা করে না।
(অাহমদ,ইবনু মাজাহ, সহীহ তারগীব হা/৫২৪)

রাসুলুল্লাহ (সঃ) বলেছেন,
অাখেরি জমানায় এমন কিছু লোক হবে, যারা মসজিদে গোল বৈঠক করে পার্থিব ও সাংসারিক গল্প গুজব করবে। তোমরা তাদের সাথে বস না।কারন এমন লোক নিয়ে অাল্লহর কোন প্রয়োজন নেই।
(তাবারানি, সিলসিলা সহীহ হা/১১৬৩)

অাবু হুরাইয়রা (রাঃ) বলেন,অামি রাসুলুল্লাহ (সঃ) কে বলতে শুনেছি,
যখন সালাত অারম্ভ হয়ে যায় তাতে দৌড়ে গিয়ে শামিল হয়ো না।ধীরে সুস্হে এসে শামিল হও,
যতটুকু পাও অাদায় করে নাও,যতটুকু ছুটে গেছে পুরন করে দাও।
(বুখারি:৯০৮,
মুসলিম:১৩৫৯)

অাবু কাতাদাহ (রাঃ) বলেন, রাসুল (সঃ) বলেছেন,
তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন দুই রাকাঅাত সালাত অাদায় করা ব্যাতিত না বসে।
(বুখারি :৪৪৪, মুসলিম:৭১৪, রিযাযুস স্বলেহীন:১১৫১)

No comments:

Post a Comment