Saturday, July 11, 2015

দিন-রাত কিসের পিছনে ছুটছেন?



দিন-রাত কিসের পিছনে ছুটছেন?

কোন সাফল্যের জন্য বিরামহীন শ্রম দিয়ে চলেছেন? প্রমোশন, ইনক্রিমেন্ট, ডিগ্রী, বেটার জব, বেটার সেলারী, বেটার লিভিং, বেটার এপ্রিসিয়েশন ফ্রম সোসাইটি - এসবের জন্যই তো?
.
আপনি কি নিশ্চিত যে এদের মাধ্যমে আপনার সফলতা আসবে? কেউ কি বলতে পারবেন যে সাফল্যের শেষ সিঁড়ি কোথায়? কোন পর্যায়ে গেলে আর কোন প্রাপ্তি হলে 'মানুষের' কোন আক্ষেপ, অপূর্ণতা থাকে না? এই প্রতিযোগিতার কি আদৌ কোন শেষ আছে?
.
আপনি ভাবছেন, আপনার প্রতিষ্ঠানে আপনার কোন বিকল্প নেই - আসলেই কি তাই? আপনি যখন রোগাক্রান্ত থাকেন, তখন কি প্রতিষ্ঠানে ছুটি থাকে? আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন কি সেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে? পৃথিবীর কর্মযজ্ঞ কারও জন্য কি থেমে থাকে?
তাহলে কোন 'মরীচিকার' পেছনে ছুটছেন?
.
জীবনে এগুলো গুরুত্বপূর্ণ কোন সন্দেহ নেই কিন্তু এগুলো অর্জন করতে গিয়ে কি কি সেক্রিফাইস করছেন, কোনটা পেতে গিয়ে কোনটা হারাচ্ছেন - তা কি খেয়াল আছে?
.
কুরআন-সুন্নাহ বিরোধী প্রগতিশীল জীবন যাপন করছেন, ফরজ / ওয়াজিব ছেড়ে দিচ্ছেন, হালাল উপার্জন বাদ দিয়ে হারামকে আঁকড়ে ধরছেন ... দু' দিনের দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহ্‌র নৈকট্য অর্জনের চিন্তাটাও বাদ দিয়ে দিচ্ছেন... দুনিয়ার সফলতম ব্যক্তির জন্যও কবরের আজাব কিংবা জাহান্নামের শাস্তি কি লঘু হয়ে যাবে?
.
সত্যিকার অর্থে, আমরা কেউই কি মৃত্যুর জন্য তৈরি??
.
আমাদেরকে ইঙ্গিত করে আল্লাহ্‌ বলছেন - ''অবশ্যই যেসব লোক আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং পার্থিব জীবন নিয়েই উৎফুল্ল রয়েছে, ওতেই প্রশান্তি লাভ করেছে, আমার নিদর্শনসমুহ সম্পর্কে বেখবর (জানেনি / শিক্ষা নেয়নি) - এমন লোকদের ঠিকানা হল 'আগুন' , সেসবের বিনিময়ে যা তারা অর্জন করেছিল।'' [সুরা ইউনুছ, আয়াত ৭,৮] এমনিভাবে পবিত্র কুরআনের বহু আয়াতে মহান আল্লাহ্‌ আমাদের সতর্ক করেছেন।
.
আসুন, সময় থাকতেই আমরা তৈরি হই। আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়া ও আখিরাতের অনন্ত জীবনের চিরস্থায়ী সফলতার জন্য সহিহ সুন্নাহ মোতাবেক জীবন গড়ার চেষ্টা করি... অন্তত চেষ্টাটা শুরু করি, চেষ্টা যে করতেই হবে, এর যে কোন বিকল্প নেই।

No comments:

Post a Comment