আজকাল কিছু মুসলিম পুরুষদেরকে দেখা যায় যে এক কানে দুল পড়তে।
এর পর পাঞ্জাবীর সাথে উরনা পরতে।
এরপর হাতে চুড়ি-বালার মত ব্রেসলেট পরতে।
অথচ হাদিসে উল্লেখ রয়েছে, মুহাম্মাদ ইবন বাশশার (র)......ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত।
তিনি বলেন, নবী (সা) ঐ সব পুরুষকে লা'নত করেছেন যারা নারীর বেশ ধারন করে
এবং ঐ সব নারীকে যারা পুরুষের বেশ ধারন করে।
বুখারী শরীফ, হাদিস নং-৫৪৬৫,
পোশাক-পরিচ্ছদ অধ্যায়।
No comments:
Post a Comment