Monday, July 6, 2015

রমাযানের কিছু বিদআতের নমুনা

রমাযানের কিছু বিদআতের নমুনাঃ
১। পূর্বসতর্কতামূলক কর্ম ভেবে ফজর হওয়ার ৫/১০ মিনিট আগে খাওয়া বন্ধ করা এবং সূর্য অস্ত যাওয়ার ৩/৫ মিনিট পরে ইফতার করা।
২। সেহরি খেতে জাগানোর উদ্দেশ্যে আযানের পরিবর্তে কুরআন ও গজল পাঠ করা।
৩। ইফতারের আগে হাত তুলে জামাআতি মুনাজাত করা।
৪। ইফতারের সময় আল্লাহুম্মা লাকা সুমতু... বলা।
৫। সেহরি ও ইফতারের সময় জানানোর উদ্দেশ্যে তোপ দাগা।
৬। সওমের নিয়ত মুখে উচ্চারণ করা।
৭। নাওয়াইতুয়ান আসুম্মা গাদাম্মি...। বলে বাঁধা নিয়ত বলা।
৮। রমাযানের রাত্রে কুরআন পড়ার জন্য ভাড়াটিয়া কারী ভাড়া করা।
৯। মাইকে এক রাত্রে কুরআন খতম ( শবিনা পাঠ) করা।
১০। মিলাদ বা মওলুদ পাঠ করা এবং তার শেষে নবী সাঃ এর শানে দাঁড়িয়ে দরূদ পাঠ করা
১১।মসজিদের মিনারে সেহরি ও ইফতারের জন্য নির্দিষ্ট লাইট ব্যাবহার করা। যেমন, সেহরির সময় শেষ হলে লাল বাতি এবং ইফতারির সময় শুরু হলে সবুজ বাতি জ্বালিয়ে দেওয়া।
১২। সেহরি না খেয়ে অধিক সওয়াবের আশা করা।
১৩। কুরআন খতম হওয়ার পর বাকী রাতে তারাবীহ না পড়া।
১৪। প্রথমে পানি না খেয়ে আদা ও লবন দিয়ে ইফতারি করাকে ভালো মনে করা।
১৫। ইফতারের সময় " আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরাহমাতিকাল্লাতি ...... আন তাগফিরা লি" বলে দু'আ করা।
১৬। বিশেষ করে রজব , শাবান ও রমাযানে মৃতদের কল্যাণের উদ্দেশ্যে দান-খয়রাত করা।
১৭। সারা বছর সলাত না পড়ে এবং তার সংকল্প না নিয়ে কেবল রমাযান মাসে রোযা রেখে ( ফরজ , সুন্নত ও নফল) সলাত পড়া ও তাসবিহ আওড়ানো।
১৮। শবে কদরের ১০০ বা ১০০০ রাকআত সলাত পড়া।
১৯। শবে কদরে বিশেষ করে ' সালাতুত তাসবিহ' সলাত আদায় করা।
২০। কেবল ২৭ শের রাতকে শবে কদর মনে করা এবং কেবল সেই রাত জাগরণ করা ও বাকী রাত না জাগা।
২১। বিশেষ করে শবে কদরের রাতে উমরাহ করা।
২২। বিশেষ করে ২৭ শের রাত্রি জাগরণ করে জামাআতি যিকর করা ও ওয়াজ - মাহফিল করা।
২৪। ঈদের রাত্রি জাগরণ করে ইবাদাত করা। এ ব্যাপারে যেই হাদিস আছে সেটি জাল হাদিস।
২৫। রমাযানের শেষ জুমআহ ( বিদায়ী জুমআহ) বিশেষ উদ্দীপনার সাথে পালন করা।
মহানবী সাঃ বলেন, " যে ব্যক্তি এমন কোন কাজ করে যার উপর আমাদের কোন নির্দেশ নেই তা প্রত্যাখ্যাত। তিনি আরো বলেন, " যে ব্যক্তি আমাদের এ ( দ্বীন ) বিষয়ে এমন কর্ম উদ্ভাবন করবে যা ওর পর্যায়ভুক্ত নয়, তা প্রত্তাখাত।

[ রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল, আবদুল হামীদ ফাইযী]

No comments:

Post a Comment