Friday, July 10, 2015

ছয়টি সহজ উপায় যা আপনার মৃত্যুর পরও আপনি এর প্রতিদান পেতে থাকবেন



ছয়টি সহজ উপায় যা আপনার মৃত্যুর পরও আপনি এর প্রতিদান পেতে থাকবেন

১) একখানা কুরআন আল-করীম কাউকে দান করুন !
যখনই সেই ব্যক্তি তিলাওয়াত করবেন আপনি এর জাযাহ্‌ পাবেন ।
২) একখানা হুইল চেয়ার কোন হাসপাতালে দান করুন !
প্রতিবার অসুস্থ ব্যক্তি ব্যবহার কালে আপনি এর জাযাহ্‌ পেতে থাকবেন ।
৩) একটি মসজিদ নির্মাণ করুন অথবা তাতে সামর্থ্যানুযায়ী সহযোগিতা করুন ।
নবী (সা) বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করেন।
৪) একটি পানির কূপ খনন করুন বা জনসমাবেশে ঠাণ্ডা পানি সরবরাহের ব্যবস্থা করুন , যে প্রাণী তা থেকে উপকৃত হবে আপনি তার জাযাহ্‌ পাবেন ।
৫) একটি গাছ রোপণ করুন , যারাই তার ছায়াতলে বসবে বা তার ফল খাবে , তার সাওয়াবের ভাগীদার আপনি হবেন ।
“মুসলিম যে গাছ লাগায় তা থেকে কোন মানুষ, কোন জন্তু এবং কোন পাখী যা কিছু খায়, তবে তা তার জন্য সাদকাহ হয়ে যায়।” (সহীহুল বুখারী ২৩২০,মুসলিম ১৫৫২)
৬) সর্বাপেক্ষা সহজ পথ "
ইসলামের শাশ্বত বাণী সবার কাছে পৌঁছে দেওয়া সকল মুসলিমের দায়িত্ব", আপনি এটা সকল মুসলিম ভাই/ বোনদেরদের সাথে শেয়ার করুন , ইন শা আল্লাহ্‌ এতেও আপনি সাওয়াব পাবেন !

No comments:

Post a Comment