Tuesday, July 14, 2015

প্রশ্নঃ ঈদের দিন গান, বাদ্য, আনন্দ ফুর্তি ইত্যাদি করা কী অনুমদিত?


প্রশ্নঃ ঈদের দিন গান, বাদ্য, আনন্দ ফুর্তি ইত্যাদি করা কী অনুমদিত?
উত্তরঃ ডাঃ জাকির নায়েকঃ
ইসলামী শরীয়াতে সীমানার আওতায় এগুলো করার অনুমোদন আছে। বর্ণিত আছে যে, “পূর্বে মদীনাবাসী দুইটি দিনে আনন্দ ফূর্তি উদযাপন করতো এবং আল্লাহ তা‘আলা ঐ দুটি দিনকে পরে দুইটি ঈদ দ্বারা প্রতিস্থাপন করে দিয়েছেন।”
(সুনান আন-নাসাঈ, অধ্যায় ঈদ, হাদীস ১৫৫৭)
ঈদের দিনে গান বাদ্য করার ব্যাপারে হাদীসে উল্লেখ আছে যে, “আয়েশা (রা.) বলেন, “ঈদের দিনে লোকেরা খেলাধূলা করতো এবং গান গাইতো।” অর্থাৎ ঈদের দিনে এগুলো হতে পারে।
(সহীহ আল-বুখারী, অধ্যায় ঈদ, হাদীস ৯৫০)
আরেকটি হাদীসে বর্ণিত আছে যে, “ঈদের দিনে দুটি আনসারি তরুণী গান গাচ্ছিল। এমতাবস্থায় আবূ বাকর (রা.) সেখানে প্রবেশ করলেন এবং বললেন, তোমরা গান গাচ্ছো তাও আবার রসূল [ﷺ]-এর বাড়ীতে? অতঃপর রসূল (সা) বললেন, তাদেরকে গাইতে দাও। কারণ আজ ঈদের দিন।”
(সহীহ আল-বুখারী, অধ্যায় ঈদ, হাদীস ৯৫২)
সুতরাং সীমিত আকারে গান হতে পারে কিন্তু ইন্সট্রুমেন্ট, বাদ্য ইত্যাদি বাজান হারাম এবং ইসলামী সংগীত গাইতে কোনো সমস্যা নেই। রসূলুল্লাহ [ﷺ] বলেছেন, “আজ হলো ঈদের দিন। সুতরাং খাও এবং পান করো।”
(সহীহ মুসলিম, অধ্যায় ঈদ, হাদীস ২৫৩৯ ও ২৫৪০)
অতএব, সীমিত আকারে গান, আনন্দ-ফূর্তি করা যেতে পারে।

1 comment:

  1. Casino Review - Viacom Newswire
    The 상주 출장마사지 casino was opened in 1996 and became one of 서울특별 출장샵 the top gaming destinations 목포 출장샵 in California. It offers the best in 경산 출장샵 gaming technology,  Rating: 4 · 여주 출장샵 ‎Review by Joseph Falchetti

    ReplyDelete