Saturday, July 11, 2015

ফিতনা

>>>>>>>>> ফিতনা <<<<>>>>>>>>>
'আর তোমরা ভয় কর ফিতনাকে * যা তোমাদের মধ্য থেকে বিশেষভাবে শুধু যালিমদের উপরই আপতিত হবে না। আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর।(* ফিতনা (فتنة)একটি ব্যাপক অর্থবোধক শব্দ; যা বিপদ, কষ্ট, পরীক্ষা, গযব, আযাব, দাঙ্গা, গোলযোগ, সম্মোহন, আকর্ষণ, শির্ক, কুফর, নির্যাতন ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।) ' সূরা আনফালঃ২৫
আব্দুল্লাহ ইবনু মাসউদ রাঃ হ‌তে ব‌র্ণিত। তি‌নি ব‌লেন, নবী সাঃ ব‌লে‌ছেনঃ আ‌মি হাউ‌যে কাউসারের নিকট তোমা‌দের আ‌গেই হা‌জির থাকব। তোমা‌দের থে‌কে কিছু লোক‌কে আমার নিকট পেশ করা হ‌বে। কিন্তু আ‌মি যখন তা‌দের পান করা‌তে উদ্যত হব, তখন তা‌দের‌কে আমার নিকট হ‌তে ছি‌নি‌য়ে নেয়া হ‌বে। আ‌মি বলব, হে রব! এরা তো আমার সাথী। তখন তি‌নি বল‌বেন, আপনার পর তারা নতুন কী ঘটি‌য়ে‌ছে তা আপ‌নি জা‌নেন না। [৬৫৭৫] ( আ,প্র, ৬৫৬০, ই, ঠা, ৬৫৭৩)
‌হে আল্লাহ! আমা‌দের‌কে ফিতনা থে‌কে রক্ষা ক‌রো। আ‌মিন

No comments:

Post a Comment