Monday, July 13, 2015

আর কত করবে একজন মানুষ?

                    

                    আর কত করবে একজন মানুষ?
=======================
►২০০০ সালঃ একজন খৃষ্টান ডাক্তার
পৃথিবীর বুকে
ঘোষণা দিল,"কুরআন মিথ্যা, ইসলাম
মিথ্যা," সাথে তার
প্রমাণ দিলো আর কুরআন থেকে ৩০টি
ভুল বের
করল।
❏ ২০০১ সালঃ কোনো মুসলিম এলো না
তার জবাব
দেয়ার জন্য।
❏২০০২ সালঃ সৌদি আরবের কোনো
মুফতী,
আলেম, শায়েখ এলো না তার জবাব
দিতে।
❏২০০৩ সালঃ দুবাই থেকেও কোনো
পীর উলামা
এলো না তার জবাব দিতে।
❏২০০৪ সালঃ অনলাইনেও এই নিয়ে
কোনো
মুসলিম জবাব দিলো না।
❏২০০৫ সালঃ মারা গেলেন আহমেদ
দিদাত।
❏২০০৬ সালঃ বিশ্বের ২য় বৃহত্তম মুসলীম
দেশ তথা
বাংলাদেশের বিদ’আত-অবিদ’আতী
কোন হুজুর বা
শায়েখও (!) এগিয়ে আসলো না এর
জবাব দিতে।
❏ ২০০৭ সালঃ এই নিয়ে ইসলামের
বিরুদ্ধে সেই
খ্রিষ্টান ডাক্তারের সব অপবাদ নিয়ে
ইসলামের
বিরুদ্ধে বই
লেখা শুরু হলো; ইসলাম নিয়ে তামাশা
বাড়তেই
থাকল।
►► ২০০৮ সালঃ আমাদের পার্শবর্তী
দেশ ভারত, যে
দেশে প্রত্যেক ঘণ্টায় ২৬ জন নারী
ধর্ষিত
হয়, যে দেশে মুসলিমদের কোনো সম্মান
নেই। যে দেশে বাবরি মসজিদ ধ্বংস সহ
ইত্যাদি
ইসলাম বিদ্বেষী ঘটনা ঘটেছে; সে
দেশ
থেকে আসলো এক চিকন শ্যামলা
বর্ণের
লোক। পেশায় একজন ডাক্তার। তিনি
গেলেন ঐ
খ্রিষ্টানের কাছে। অনুষ্ঠিত হলো ৪
ঘণ্টা ২৫ মিনিট
এর বিতর্ক। কুরআনের বিরুদ্ধে ঐ
খৃষ্টানের আনিত
সকল অপবাদের জবাব তো দিলেন-ই সেই
সাথে
বোনাস হিসাবে বাইবেল থেকে
১০০টারও বেশি
ভুল হাতে ধরিয় দিলেন!
এভাবেই তিনি শুরু করলেন এক
নবদিগন্তের
অভিযাত্রা। লোকটি আর কেউ নয়,
আপনাদের সবার
প্রিয় ডঃ জাকির নায়েক। আর আজ কিছু
মুসলিম
এসেছে তার ব্যবচ্ছেদ করতে। তাদের
উদ্দেশ্যে প্রশ্ন শুধু একটাইঃ
-তখন আপনারা কই ছিলেন?
সে একজন মানুষ। তার ভুল হতেই পারে।
তার ভুল
টুকু দেখে কি আবদান টুকুকে ছুরে ফেলে
দিবেন? তার পরিচালনায় একটি টিভি
চ্যানেল আছে।
সেই ইসলামিক টিভিতে কোন
আশালিন কিছু প্রচার
করে না। এমন কি কোন বিজ্ঞাপন
দেওয়া হয় না।
আর কত করবে একজন মানুষ? এখানে
আমাদের
অবস্থান কোথায়?
ডা: জাকির নায়েকের জনপ্রিয়তার
আগে
বাংলাদেশের মানুষ আহমাদ
দিদাতকে পছন্দ করতো।
সেই আহমাদ দিদাত জাকির নায়েকের
দাওয়ার উপর
যে বুৎপত্তি অর্জিত হয়েছে এবং
ধর্মসমূহের
তুলনামূলক বিশ্লেষণের উপর তার যে
পড়াশুনা
তাতে জনাব দিদাত ২০০০ সালের মে
মাসে জাকির
নায়েককে দেয়া এক স্মারক উপহারের
খোদাই-
করে লিখেছিলেন,
-“Son what you have done in 4 years had taken
me 40 years to accomplish – Alhamdullilah.”
যদি জাকির নায়েক ভ্রষ্ট হন, আর তাঁর
দ্বারা যদি
বিশ্বের একশ মানুষ ভ্রষ্টতার দিকে
ধাবিত হয়, তবে
তার দায়ভার কি আপনাদের উপর
বর্তাবেনা? কেন
আপনারা নিজেদেরকে জাকির
নায়েকের মত
গ্রহণযোগ্য করে তুলতে পারছেন না?
আমাদের
কওমী আলেমদের ভিতরে এমন কোন এক
ইসলামী স্কলার কি আছেন, যিনি
জাকির নায়েকের
জায়গায় উপনিত হয়ে বিশ্বব্যাপী
ইসলামের
আলো ছড়াতে পারবেন বা জাকির
নায়েকের মত
বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হতে পারবেন ?
যদি পারেন জাকির নায়েকের মত
বিশ্বব্যাপী চষে
বেড়িয়ে বুঝিয়ে দিন যে আপনারাই
সত্যের
ধারক... জাকের নায়েক ভ্রষ্ট...!

No comments:

Post a Comment