*************************
পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কে?
তার অনেকগুলা উত্তর হতে পারে,
সব গুলোই সঠিক।
যেমনঃ
রাসুল (সা), আয়েশা সিদ্দীকা (রা), ওমর (রা)।
.
কিন্তু,
যেটা সবচেয়ে যুক্তিসঙ্গত উত্তর,(কুযুক্তি)
সেটা হলো,
.
সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তির নাম হলো
"""""শয়তান"""""""
.
.
ইনি এমন এক ব্যক্তি যে মানব জাতির
শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনার সাক্ষী।
আদম (আ) , নুহ (আ), মুহাম্মাদ (সা)
এমন কোন শ্রেষ্ঠ ব্যক্তি নাই যার সাথে
ইনি সকাল থেকে রাত পর্যন্ত কাটান নি।
আল-কুরআন এবং হাদিসের এমন কোন
বিষয় নেই যা উনি জানেন না।
.
.
.
ইনি আইনষ্টাইনের সাথে থেকেছেন,
নিউটনের পাশে সুয়েছেন,
মমতাজের গান লিখতে সাহায্য করেছেন
এবং করছেন,
কিভাবে আল্লাহর কালিমা গানের সুরে
গাওয়া যায় তার বুদ্ধি দিচ্ছেন,
চর্মনাই, দেওয়ানবাগ অথবা টঙ্গীর মাঠ
ভরপুর করে দিচ্ছেন,
.
.
ফাযায়েলে দুরুদ নামক প্রায় ৫০০ পৃষ্ঠার
একটি বইয়ে প্রায় সাতশ থেকে আটশ
দুরুদ লিখতে হেল্প করেছেন।
.
.
সিনেমা দেখতে মজা দিচ্ছেন,
ভোর রাতে ঘুমাতে দারুন বিনোদন দিচ্ছেন,
.
.
নারীদের অর্ধনগ্ন রাখতে সাহায্য করছে
এবং
তাদের (রঙ, আকার, আকৃতি) দেখতে
এবং বুঝতে সাহায্য করছেন।
.
.
সত্যিই, উনার চেয়ে বুদ্ধিমান, সাহায্যকারী
বন্ধু দ্বিতীয়টি মেলা বড় কঠিন।
.
.
.
আল্লাহ তার জীবন দির্ঘস্থায়ী করণের মাধ্যমে
আমাদের ক্ষনস্থায়ী জীবনকে মধুময় করে তুলুক।
.
.
.
(সবাই বইলেন নাউযুবিল্লাহ)
.
.
.
তোমরা শয়তানের পদাংক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু' (বাক্বারাহঃ১৬৮, ২০৮; আন'আমঃ ১৪২)।
যেটা সবচেয়ে যুক্তিসঙ্গত উত্তর,(কুযুক্তি)
সেটা হলো,
.
সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তির নাম হলো
"""""শয়তান"""""""
.
.
ইনি এমন এক ব্যক্তি যে মানব জাতির
শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনার সাক্ষী।
আদম (আ) , নুহ (আ), মুহাম্মাদ (সা)
এমন কোন শ্রেষ্ঠ ব্যক্তি নাই যার সাথে
ইনি সকাল থেকে রাত পর্যন্ত কাটান নি।
আল-কুরআন এবং হাদিসের এমন কোন
বিষয় নেই যা উনি জানেন না।
.
.
.
ইনি আইনষ্টাইনের সাথে থেকেছেন,
নিউটনের পাশে সুয়েছেন,
মমতাজের গান লিখতে সাহায্য করেছেন
এবং করছেন,
কিভাবে আল্লাহর কালিমা গানের সুরে
গাওয়া যায় তার বুদ্ধি দিচ্ছেন,
চর্মনাই, দেওয়ানবাগ অথবা টঙ্গীর মাঠ
ভরপুর করে দিচ্ছেন,
.
.
ফাযায়েলে দুরুদ নামক প্রায় ৫০০ পৃষ্ঠার
একটি বইয়ে প্রায় সাতশ থেকে আটশ
দুরুদ লিখতে হেল্প করেছেন।
.
.
সিনেমা দেখতে মজা দিচ্ছেন,
ভোর রাতে ঘুমাতে দারুন বিনোদন দিচ্ছেন,
.
.
নারীদের অর্ধনগ্ন রাখতে সাহায্য করছে
এবং
তাদের (রঙ, আকার, আকৃতি) দেখতে
এবং বুঝতে সাহায্য করছেন।
.
.
সত্যিই, উনার চেয়ে বুদ্ধিমান, সাহায্যকারী
বন্ধু দ্বিতীয়টি মেলা বড় কঠিন।
.
.
.
আল্লাহ তার জীবন দির্ঘস্থায়ী করণের মাধ্যমে
আমাদের ক্ষনস্থায়ী জীবনকে মধুময় করে তুলুক।
.
.
.
(সবাই বইলেন নাউযুবিল্লাহ)
.
.
.
তোমরা শয়তানের পদাংক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু' (বাক্বারাহঃ১৬৮, ২০৮; আন'আমঃ ১৪২)।
Ma's Allah
ReplyDelete