Monday, July 13, 2015

একটি স্কুলের গল্প



প্যারিসের একটি মাসজিদে একদিন একটি ছোট ছেলে প্রবেশ করল, সে ইমামের কাছে গেল আর বললঃ “স্যার, আমার মা আমাকে এখানে আপনার স্কুলে পড়ার জন্য পাঠিয়েছেন।”
“কিন্তু তোমার মা কোথায়?” ইমাম ছেলেটিকে প্রশ্ন করলেন।
ছেলেটি উত্তরে বলল, “তিনি মাসজিদের দরজার সামনে দাঁড়িয়ে আছেন” তিনি একজন অমুসলিম।”
ইমাম ছেলেটির মা এর কাছে গেলেন আর জিজ্ঞেস করলেন, “একজন অমুসলিম হওয়া সত্ত্বেও আপনি কেন আপনার সন্তানকে একটা ইসলামিক স্কুলে পড়াতে চাচ্ছেন?”
তিনি খুব সহজভাবে বললেনঃ “আমার প্রতিবেশিনী একজন মুসলিম। প্রত্যেকবার যখন তিনি তার সন্তানদের স্কুলে নিয়ে যান, যাবার সময় তার সন্তানেরা তার হাতে চুমু দেয়। তারা তাকে রাণীর মত সম্মান করে। তার পরিবার সবসময়ই হাসি-খুশি ও সুখী থাকে।
তাই দয়া করে আমার ছেলেকেও আপনার স্কুলে পড়ান, যাতে করে আমার ছেলেও আমার সাথে ঐরূপ আচরণ করতে পারে যেমনটি ঐ মুসলিম মহিলার সন্তানেরা তাদের মা-বাবার সাথে করে।”

No comments:

Post a Comment