Thursday, July 2, 2015

মিউজিক হারাম


অনেক ভাই আমাকে বলে থাকে যে ইসলামকে মিউজিক হারাম নয়। এবং তাঁরা গান শোনার খেত্রেও নিজের যুক্তি দিয়ে রাসুল (সঃ) এর হাদিস অস্বীকার করে। অথচ একজন মুসলিম ইসলাম গ্রহণ এর পরে নিজের কোন মতামত থাকতে পারেনা আল্লাহ্‌ ও তার রাসুলের (সঃ) এর কথার সামনে ! যারা কুরআন এর একটি মাত্র আয়াত অথবা কোন একটি সহিহ হাদিসে জেনে বুঝে অস্বীকার করবে নিজের স্বার্থে সে ইসলাম থেকে বের হয়ে যাবে ! এই হাদিস দুইটি বুঝার জন্য যথেষ্ট যে রাসুল (সঃ) মিউজিক কেমন ঘৃণা করতেন ! হাদিসটিতে যদি সন্দেহ তাহকে তাহলে ১০০ বার পরিক্ষা করুণ হাদিস নাম্বার দিয়ে ! কিন্তু রাসুলের (সঃ) কথার বিপক্ষে নিজের গোঁড়ামি করে নিজেকে মুসলিম বলাটাই ভুল হবে আপনার ! আজকেই গান শোনা, মিউজিক, বাদ্যযন্ত্র ত্যাগ করুন যদি আপনি মুসলিম হন।
মুসলিম সম্পর্কে আল্লাহ্‌ কুরআন মাজিদে বলেনঃ
'' মু’মিনদের উক্তিতো এই, যখন তাদের মধ্যে ফাইসালা করে দেয়ার জন্য আল্লাহ এবং তাঁর রাসূলের দিকে আহবান করা হয় তখন তারা বলেঃ আমরা শ্রবণ করলাম ও মান্য করলাম। আর তারাইতো সফলকাম।'' (সূরা নূর ৫১)

No comments:

Post a Comment