অনেক ভাই আমাকে বলে থাকে যে ইসলামকে মিউজিক হারাম নয়। এবং তাঁরা গান শোনার খেত্রেও নিজের যুক্তি দিয়ে রাসুল (সঃ) এর হাদিস অস্বীকার করে। অথচ একজন মুসলিম ইসলাম গ্রহণ এর পরে নিজের কোন মতামত থাকতে পারেনা আল্লাহ্ ও তার রাসুলের (সঃ) এর কথার সামনে ! যারা কুরআন এর একটি মাত্র আয়াত অথবা কোন একটি সহিহ হাদিসে জেনে বুঝে অস্বীকার করবে নিজের স্বার্থে সে ইসলাম থেকে বের হয়ে যাবে ! এই হাদিস দুইটি বুঝার জন্য যথেষ্ট যে রাসুল (সঃ) মিউজিক কেমন ঘৃণা করতেন ! হাদিসটিতে যদি সন্দেহ তাহকে তাহলে ১০০ বার পরিক্ষা করুণ হাদিস নাম্বার দিয়ে ! কিন্তু রাসুলের (সঃ) কথার বিপক্ষে নিজের গোঁড়ামি করে নিজেকে মুসলিম বলাটাই ভুল হবে আপনার ! আজকেই গান শোনা, মিউজিক, বাদ্যযন্ত্র ত্যাগ করুন যদি আপনি মুসলিম হন।
দিন-রাত কিসের পিছনে ছুটছেন? কোন সাফল্যের জন্য বিরামহীন শ্রম দিয়ে চলেছেন? প্রমোশন, ইনক্রিমেন্ট, ডিগ্রী, বেটার জব, বেটার সেলারী, বেটার লিভিং, বেটার এপ্রিসিয়েশন ফ্রম সোসাইটি - এসবের জন্যই তো? আপনি কি নিশ্চিত যে এদের মাধ্যমে আপনার সফলতা আসবে? কেউ কি বলতে পারবেন যে সাফল্যের শেষ সিঁড়ি কোথায়? কোন পর্যায়ে গেলে আর কোন প্রাপ্তি হলে 'মানুষের' কোন আক্ষেপ, অপূর্ণতা থাকে না? এই প্রতিযোগিতার কি আদৌ কোন শেষ আছে? আপনি ভাবছেন, আপনার প্রতিষ্ঠানে আপনার কোন বিকল্প নেই - আসলেই কি তাই?
Thursday, July 2, 2015
মিউজিক হারাম
অনেক ভাই আমাকে বলে থাকে যে ইসলামকে মিউজিক হারাম নয়। এবং তাঁরা গান শোনার খেত্রেও নিজের যুক্তি দিয়ে রাসুল (সঃ) এর হাদিস অস্বীকার করে। অথচ একজন মুসলিম ইসলাম গ্রহণ এর পরে নিজের কোন মতামত থাকতে পারেনা আল্লাহ্ ও তার রাসুলের (সঃ) এর কথার সামনে ! যারা কুরআন এর একটি মাত্র আয়াত অথবা কোন একটি সহিহ হাদিসে জেনে বুঝে অস্বীকার করবে নিজের স্বার্থে সে ইসলাম থেকে বের হয়ে যাবে ! এই হাদিস দুইটি বুঝার জন্য যথেষ্ট যে রাসুল (সঃ) মিউজিক কেমন ঘৃণা করতেন ! হাদিসটিতে যদি সন্দেহ তাহকে তাহলে ১০০ বার পরিক্ষা করুণ হাদিস নাম্বার দিয়ে ! কিন্তু রাসুলের (সঃ) কথার বিপক্ষে নিজের গোঁড়ামি করে নিজেকে মুসলিম বলাটাই ভুল হবে আপনার ! আজকেই গান শোনা, মিউজিক, বাদ্যযন্ত্র ত্যাগ করুন যদি আপনি মুসলিম হন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment