হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন:
যদি কোনো ব্যক্তি কোনো ভাল পথে আহবান
করে, তবে যত মানুষ তার অনুসরণ করবে তাদের
সকলের পুরস্কারের সমপরিমাণ পুরস্কার সে
ব্যক্তি লাভ করবে, তবে এতে অনুসরণকারীদের
পুরস্কারের কোনো ঘাটতি হবে না। আর যদি
কোনো ব্যক্তি কোনো বিভ্রান্তির দিকে
আহবান করে তবে যত মানুষ তার অনুসরণ করবে
তাদের সকলের পাপের সমপরিমাণ পাপ সে
ব্যক্তি লাভ করবে, তবে এতে অনুসরণকারীদের
পাপের কোনো ঘাটতি হবে না।
-- সহীহ মুসলিম,হাদিস, ২৬৭৪
No comments:
Post a Comment