Wednesday, June 10, 2015

মুত্তাফাক্ক আলাইহ , মিশকাত হা/১৯৫৯


আবু হুরায়রা রাঃ বলেন, রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
'' আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে। প্রত্তেক নেক আমল দশগুন থেকে সাতশত গুন পর্যন্ত পৌঁছে। আল্লাহ তা'আলা বলেন, তবে সিয়াম ব্যতিত। কারন সিয়াম আমার জন্যই পালন করা হয় এবং তার প্রতিদান আমি দিব। সে আমার জন্য স্বীয় প্রভৃতি ও খাদ্য-পানি ত্যাগ করে। সিয়াম পালনকারীর জন্য দুটি প্রধান আনন্দ রয়েছে। একটি তার ইফতার এর সময় এবং অপরটি জান্নাতে তার স্বীয় প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। নিশ্চয়ই সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ্‌র নিকট মেশকের খুসব অপেক্ষাও অধিক সুগন্ধময়। সিয়াম হচ্ছে মানুষের জন্য (জাহান্নাম হতে রক্ষার) ঢালস্বরূপ। সুতরাং যখন তোমাদের কারো সিয়াম পালনের দিন আসে তখন সে যেন আস্লিন কথা না বলে এবং অনর্থক শোরগোল না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে চায়, সে যেন বলে আমি একজন সিয়াম পালনকারী । ''
(মুত্তাফাক্ক আলাইহ , মিশকাত হা/১৯৫৯)

No comments:

Post a Comment