Wednesday, June 10, 2015

সহীহ বুখারি অধ্যায়ঃ ফাজায়ীলুল কুরআন হাদিস নাম্বারঃ ৪৬৪২


মুহাম্মদ ইব্ন কাসীর (রহঃ) আবূ মাসঊদ (রাঃ)
সূত্রে রাসূল
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে
বর্ণিত। তিনি বলেন,
যে দু’টি আয়াত তিলাওয়াত করে । আবূ নু’আইম
(রহঃ)
আবূ মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,
রাসূল
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
বলেছেন, কেউ যদি
রাতে সূরা বাকারার শেষ দু’টি আয়াত পাঠ
করে,
সেটাই তার জন্য যথেষ্ট। উসমান ইব্ন হায়সাম
(রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি
বলেন,
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
আমাকে রমযানে
প্রাপ্ত যাকাতের মাল হেফাজতের দায়িত্ব
দিলেন।
এ সময় জনৈক ব্যাক্তি এসে খাদ্য-দ্রব্য উঠিয়ে
নিতে উদ্যত হল।
আমি তাকে ধরে ফেললাম এবং বললাম,
আমি তোমাকে আল্লাহর নাবী (সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম)
এর কাছে নিয়ে যাব। এরপর পুরো হাদীস
বর্ণনা করে।
তখন লোকটি বলল, যখন আপনি ঘুমাতে যাবেন,
তখন আয়াতুল কুরসী পাঠ করবেন।
এর ফলে আল্লাহর পক্ষ থেকে একজন
পাহারাদার নিযুক্ত করা
হবে এবং ভোর পর্যন্ত শয়তান আপনার কাছে
আসতে পারবে না।
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
(এ ঘটনা শুনে) বললেন,
(যে তোমার কাছে এসেছিল) সে সত্য কথা
বলেছে, যদিও সে বড় মিথ্যাবাদী শয়তান।
সহীহ বুখারি অধ্যায়ঃ ফাজায়ীলুল কুরআন
হাদিস নাম্বারঃ ৪৬৪২

No comments:

Post a Comment