সন্তানের
প্রতি পিতা-মাতার অবশ্য
পালনীয় দায়িত্ব কি কি?
উত্তর : সন্তানকে সার্বিক
প্রতিপালনই পিতা-
মাতার মৌলিক দায়িত্ব।
এ দায়িত্ব পালন না করলে
তাদেরকে আল্লাহর নিকট
জবাবদিহিতার সম্মুখীন
হ’তে হবে। রাসূল (ছাঃ)
বলেন, মহিলা ও তার
স্বামী তার সন্তানের
দায়িত্বশীল। অতএব
তাদেরকে স্বীয় দায়িত্ব
সম্পর্কে জিজ্ঞাসিত
হতে হবে (বুখারী
হা/২৪০৯, মুসলিম হা/৪৮২৮) ।
সার্বিক দায়িত্ব সমূহের
মধ্যে রয়েছে যেমন (১)
তাদের ভরণ-পোষণের জন্য
খরচ করা (বাক্বারাহ
২/২৩৩; বুখারী হা/৫৩৬৪) (২)
আকীকা দেওয়া (বুখারী
হা/৫৪৭১) (৩) সুন্দর নাম
রাখা (মুসলিম হা/২১৩৯,
২১৩২; তিরমিযী, মিশকাত
হা/৪৭৫২, ৪৭৭৪) (৪) খাৎনা
করা (বুখারী হা/৫৮৯১;
মিশকাত হা/৪৪২০) (৫)
দ্বীনী জ্ঞান ও আমল
শিক্ষা দেওয়া। যেমন
ছালাত শিক্ষা প্রদান
এবং প্রয়োজনে প্রহারকরণ
(আবুদাউদ হা/৪৯৫; মিশকাত
হা/৫৭২, ১২৪০) (৬) সময়মত
বিবাহ দেওয়া (ইবনু
মাজাহ হা/১৮৬৩; ছহীহাহ
হা/১০৬৭) (৭) তাদের জন্য
দো‘আ করা(ইবরাহীম
১৪/৪০) এবং (৮) তাদেরকে
উপদেশ দেওয়া (লোকমান
৩১/১৩) ইত্যাদি।
No comments:
Post a Comment