Saturday, June 6, 2015

কসম ভঙ্গের কারণে কোন কাফফারা দিতে হবে কি?




কসম
ভঙ্গের কারণে কোন
কাফফারা দিতে হবে
কি?


উত্তর : কাফফারা দিতে
হবে (মুসলিম হা/১৬৫০,
মিশকাত হা/৩৪১৩) । কসম
ভঙ্গের কাফফারা হ’ল
দশজন মিসকীনকে মধ্যম
মানের খাদ্য খাওয়ানো।
অথবা তাদের কাপড় দান
করা কিংবা একটি দাস
মুক্ত করা। এতে অসমর্থ হ’লে
তিন দিন ছিয়াম পালন
করা (মায়েদাহ ৫/৮৯) ।

No comments:

Post a Comment