প্রশ্ন : কারো উপর
মিথ্যা অপবাদ লাগিয়ে
প্রচার করা কিরূপ পাপের
অন্তর্ভুক্ত?
উত্তর : মিথ্যা অপবাদ হ’ল
কারো ব্যাপারে অন্যের
নিকটে এমন কথা বলা যা
তার মাঝে নেই (মুসলিম,
মিশকাত হা/৪৮২৮) । কারো
উপর মিথ্যা অপবাদ
লাগিয়ে প্রচার করা
কাবীরা গুনাহের
অন্তর্ভুক্ত। আর মিথ্যা
অপবাদকারীর শাস্তি
হচ্ছে ৮০ বেত্রাঘাত (নূর
২৪/৪-৫) । ইবনু হাজার (রহঃ)
বলেন, এ ব্যাপারে ঐক্যমত
প্রতিষ্ঠিত রয়েছে যে,
সতীসাধ্বী নারীর উপর
অপবাদ দেওয়ার শাস্তি
পুরুষের উপর মিথ্যা অপবাদ
আরোপের ক্ষেত্রেও
প্রযোজ্য হবে (ফৎহুল বারী
১২/১৮১) ।
উল্লেখ্য, শরী‘আত
নির্ধারিত হদ্দ
বাস্তবায়নের দায়িত্ব
সরকারের, সাধারণভাবে
অন্যদের নয়।
No comments:
Post a Comment