Saturday, June 6, 2015

প্রশ্ন : ঈমানের ছয়টি মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপনকারী মুসলিম কবরপূজা সহ বিভিন্ন প্রকার শিরকী কার্যকলাপে লিপ্ত হওয়া ব্যক্তি তওবা না করে মৃত্যুবরণ করলে অমুসলিমদের মত চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে কি?




প্রশ্ন  : ঈমানের
ছয়টি মৌলিক বিষয়ের
উপর বিশ্বাস স্থাপনকারী
মুসলিম কবরপূজা সহ বিভিন্ন
প্রকার শিরকী
কার্যকলাপে লিপ্ত হওয়া
ব্যক্তি তওবা না করে
মৃত্যুবরণ করলে অমুসলিমদের
মত চিরস্থায়ীভাবে
জাহান্নামের অধিবাসী
হবে কি?


উত্তর : কবরপূজা সহ শিরকে
আকবর বা বড় শিরকে লিপ্ত
ব্যক্তি তওবা না করে
মৃত্যুবরণ করলে
চিরস্থায়ীভাবে
জাহান্নামী হবে।
আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি
আল্লাহর সাথে অন্যকে
শরীক করে, আল্লাহ অবশ্যই
তার উপরে জান্নাতকে
হারাম করে দেন এবং
তার ঠিকানা হ’ল
জাহান্নাম। আর
যালেমদের জন্য কোন
সাহায্যকারী নেই’
(মায়েদাহ ৫/৭২)
তিনি
বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ঐ
ব্যক্তিকে ক্ষমা করেন না,
যে তাঁর সাথে অন্যকে
শরীক করে। এতদ্ব্যতীত
তিনি যাকে ইচ্ছা ক্ষমা
করে থাকেন’ (নিসা ৪/৪৮,
১১৬)

তার ছালাত-ছিয়াম
ইত্যাদি সকল আমল নিষ্ফল
হয়ে যাবে। আল্লাহ বলেন,
‘যদি তুমি শিরক কর,
তাহ’লে তোমার সকল আমল
অবশ্যই বরবাদ হয়ে যাবে
এবং তুমি অবশ্যই
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত
হবে’ (যুমার ৩৯/৬৫)
এক্ষেত্রে অমুসলিমদের
সাথে তাদের
পার্থক্যকরণের কোন সুযোগ
নেই। কারণ মক্কার
কুরায়েশরা আল্লাহ ও
আখেরাতে বিশ্বাসী
হওয়া সত্ত্বেও অসীলা
পূজার কারণে তাদের
কোন আমলই গৃহীত হয়নি।
তারা বলত আমরা
মূর্তিকে এজন্য পূজা করি
যে, তারা আমাদেরকে
আল্লাহর নৈকট্যে পৌঁছে
দিবে’ (যুমার ৩৯/৩)
তারা
বলত যে, এগুলি আল্লাহর
নিকটে আমাদের জন্য
সুফারিশকারী’ (ইউনুস
১০/১৮)

যারা কবরপূজারী,
তারা একই আক্বীদা পোষণ
করে যে, মৃত পীর তাদের
জন্য সুফারিশ করবে এবং
তার অসীলায় তারা
মুক্তি পাবে। তবে যদি
মৃত্যুর পূর্বে কেউ শিরক
থেকে তওবা করে সঠিক
পথে ফিরে আসে,
তাহ’লে সে অন্যান্য
পাপের শাস্তি ভোগ
করে রাসূল (ছাঃ)-এর
শাফা‘আতের মাধ্যমে
একসময় জাহান্নামের
শাস্তি থেকে মুক্তি লাভ
করবে ইনশাআল্লাহ
(বুখারী হা/৭৪১০; মুসলিম
হা/১৯১)


 আল্লাহ
সর্বাধিক অবগত।

No comments:

Post a Comment