ছয় বছরের
শিশু সাথে নিয়ে
মসজিদে ছালাত আদায়
করলে ইমাম ছাহেব
‘শিশুরা ছালাতের
একাগ্রতা বিনষ্ট করে’-এই
কারণ দেখিয়ে সাথে
আনতে নিষেধ করেছেন। এ
নিষেধাজ্ঞা
শরী‘আতসম্মত কি?
উত্তর : ছালাতের শিশুদের
সাথে করে নিয়ে
যাওয়া অন্যায় নয় এবং
শিশুরা ছালাতের
একাগ্রতা বিনষ্ট করে
এটাও ঠিক নয়। কেননা
রাসূলুল্লাহ (ছাঃ) শিশুর
ক্রন্দন শ্রবণের কারণে
ছালাত সংক্ষিপ্ত
করেছেন (বুখারী হা/৭০৯,
মুসলিম হা/৪৭০ ।
কিন্তু
শিশুকে সাথে আনতে
নিষেধ করেননি। উপরন্তু
তিনি নিজেও
নাতনীকে নিয়ে
জামা‘আতে ছালাত
আদায় করেছেন। আবু
ক্বাতাদাহ (রাঃ) হ’তে
বর্ণিত, আমি রাসূলুল্লাহ
(ছাঃ)-কে লোকদের
ইমামতি করতে দেখেছি,
এমতাবস্থায় নাতনী
উমামা বিনতে আবিল ‘আছ
তার কাঁধে ছিল। যখন
তিনি রুকূতে যেতেন, তখন
তাকে রেখে দিতেন
এবং যখন সিজদা হ’তে
উঠতেন, তখন তাকে (পুনরায়
কাঁধে) ফিরিয়ে নিতেন
(মুত্তাফাক্ব আলাইহ,
মিশকাত হা/৯৮৪ ‘ছালাত’
অধ্যায়)।
এছাড়া তিনি
হাসান ও হোসাইন (রাঃ)-
কে কোলে নিয়ে খুৎবাও
দিয়েছেন (আবুদাঊদ
হা/১১০৯, ইবনু মাজাহ
হা/২৯২৬) ।
শিশু সাথে নিয়ে
মসজিদে ছালাত আদায়
করলে ইমাম ছাহেব
‘শিশুরা ছালাতের
একাগ্রতা বিনষ্ট করে’-এই
কারণ দেখিয়ে সাথে
আনতে নিষেধ করেছেন। এ
নিষেধাজ্ঞা
শরী‘আতসম্মত কি?
উত্তর : ছালাতের শিশুদের
সাথে করে নিয়ে
যাওয়া অন্যায় নয় এবং
শিশুরা ছালাতের
একাগ্রতা বিনষ্ট করে
এটাও ঠিক নয়। কেননা
রাসূলুল্লাহ (ছাঃ) শিশুর
ক্রন্দন শ্রবণের কারণে
ছালাত সংক্ষিপ্ত
করেছেন (বুখারী হা/৭০৯,
মুসলিম হা/৪৭০ ।
কিন্তু
শিশুকে সাথে আনতে
নিষেধ করেননি। উপরন্তু
তিনি নিজেও
নাতনীকে নিয়ে
জামা‘আতে ছালাত
আদায় করেছেন। আবু
ক্বাতাদাহ (রাঃ) হ’তে
বর্ণিত, আমি রাসূলুল্লাহ
(ছাঃ)-কে লোকদের
ইমামতি করতে দেখেছি,
এমতাবস্থায় নাতনী
উমামা বিনতে আবিল ‘আছ
তার কাঁধে ছিল। যখন
তিনি রুকূতে যেতেন, তখন
তাকে রেখে দিতেন
এবং যখন সিজদা হ’তে
উঠতেন, তখন তাকে (পুনরায়
কাঁধে) ফিরিয়ে নিতেন
(মুত্তাফাক্ব আলাইহ,
মিশকাত হা/৯৮৪ ‘ছালাত’
অধ্যায়)।
এছাড়া তিনি
হাসান ও হোসাইন (রাঃ)-
কে কোলে নিয়ে খুৎবাও
দিয়েছেন (আবুদাঊদ
হা/১১০৯, ইবনু মাজাহ
হা/২৯২৬) ।
No comments:
Post a Comment